×

সারাদেশ

মধ্যপাড়া খনিতে পাথর উৎপাদন বন্ধ

Icon

মোস্তাফিজুর রহমান বকুল, পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি

প্রকাশ: ০১ ফেব্রুয়ারি ২০২৪, ১০:৫২ এএম

মধ্যপাড়া খনিতে পাথর উৎপাদন বন্ধ

ছবি: সংগৃহীত

দিনাজপুরের পার্বতীপুরে মধ্যপাড়া খনি থেকে পাথর রাখার জায়গা না থাকায় খনির উৎপাদন বন্ধ হয়ে গেছে।

বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) সকাল থেকে উৎপাদন বন্ধ করে দিয়েছে খনির ঠিকাদার। সেই সাথে খনিতে কর্মরত প্রায় সাতশত শ্রমিক-কর্মচারীদের অনির্দিষ্ট সময়ের জন্য ছুটি দেয়া হয়েছে। মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানী লিমিটেডের (এমজিএমসিএল) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আবু দাউদ মো. ফরিদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রসঙ্গত, প্রতিমাসে উৎপাদন বাড়লেও পাথর বিক্রিতে গতি নেই। মাসে প্রায় দেড়লাখ টন পাথর উৎপাদনের বিপরীতে বিক্রি হয় ৫০ হাজার থেকে ৬০ হাজার টন। এতে করে খনি ইয়ার্ডে বিভিন্ন আকারের প্রায় ১০ লাখ টন পাথরের বিশাল মজুদ গড়ে উঠেছে।  

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App