×

সারাদেশ

মেঘনায় ৩৫ অবৈধ স্থাপনা উচ্ছেদ

Icon

মুন্সিগঞ্জ (সদর) প্রতিনিধি

প্রকাশ: ৩১ জানুয়ারি ২০২৪, ০৪:৩০ পিএম

মেঘনায় ৩৫ অবৈধ স্থাপনা উচ্ছেদ

মুন্সিগঞ্জ ও নারায়ণগঞ্জ নদীবন্দরের মধ্যবর্তী অংশ মেঘনা নদীর পূর্ব ও পশ্চিমে চর কিশোর গঞ্জ ফেরিঘাট ও আশপাশ এলাকায় অভিযান চালিয়ে ৩৫ টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। 

বুধবার (৩১ জানুয়ারি) বিআইডব্লিউটিএয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাসলিমা আক্তারের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়। এসময় উপস্থিত ছিলেন বিআইডব্লিউটিএয়ের মেঘনা নদী বন্দরের উপ-পরিচালক মো. শরিফুল ইসলাম।

নির্বাহী ম্যাজিস্ট্রেট তাসলিমা আক্তার জানান, ‘হাইকোর্টের নির্দেশ অনুযায়ী মেঘনার তীরে উচ্ছেদ অভিযান শুরু হয়েছে। বুধবার প্রথম দিনের অভিযানে নদীর পূর্ব তীরে চর কিশোরগঞ্জ এলাকায় হোটেল- রিসোর্টসহ ৩৫ টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। দখলমুক্ত করা হয়েছে মেঘনা নদীর বেশকিছু জমি। আমাদের অভিযান চলমান থাকবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App