×

সারাদেশ

রাবিতে হলের ভবন ধস, ৩ শ্রমিক আহত

Icon

কাগজ প্রতিবেদক, রাজশাহী

প্রকাশ: ৩০ জানুয়ারি ২০২৪, ০৪:৪৩ পিএম

রাবিতে হলের ভবন ধস, ৩ শ্রমিক আহত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) নির্মাণাধীন ১০ তলাবিশিষ্ট শহীদ এএইচএম কামরুজ্জামান হলের ছাদের একাংশ ধসে পড়েছে। এতে আহত হয়েছেন তিনজন শ্রমিক। 

মঙ্গলবার (৩০ জানুয়ারি) দুপুর ১২টা ২৫ মিনিটে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- গাইবান্ধার সাঘাটা এলাকার শাহ জামালের ছেলে মো. আজাদুল (৩৫), চাঁপাইনবাবগঞ্জের অনুপনগর এলাকার মাহাবুবের ছেলে সিফাত (২২) ও রাজশাহীর গোদাগাড়ী উপজেলার পাহাড়পুর গ্রামের মৃত আ. সামাদের ছেলে সিহাব (২৫)।

কর্মচারীরা জানান, ১২ জন কর্মচারী ছাদ ঢালাইয়ের কাজ করছিলেন। হঠাৎ করে ধসে পড়ে ছাদটি। এ সময় তিনজনকে হাসপাতালে পাঠানো হয়েছে। নির্মাণ ত্রুটির কারণে এ ধস বলছে ফায়ার সার্ভিস।

রাজশাহী ফায়ার সার্ভিসের উপ-পরিচালক ওহিদুল ইসলাম বলেন, এ ঘটনায় ৮টি ফায়ার সার্ভিসের ইউনিট কাজ করছে। তিনজনকে আমরা হাসপাতালে পাঠিয়েছি। এ কাজে অংশ নেয়া সকল শ্রমিককে আমরা পেয়েছি। 

তিনি বলেন, নির্মাণ ত্রুটির কারণেই রাবির হলের ধস হয়েছে। আর যারই দোষ হোক প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার আশ্বাস রাবি কর্তৃপক্ষের।

এ বিষয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক মো. সুলতান-উল-ইসলাম বলেন, এ ঘটনায় যারাই দায়ী থাকুক না কেন তাদেরকে আইনের আওতায় আনা হবে। দরকার হলে তদন্ত কমিটি করে ব্যবস্থা নেয়া হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App