×

সারাদেশ

তেঁতুলিয়ায় প্রতারণার ২০ মামলার পলাতক আসামি নারায়ণগঞ্জ থেকে আটক

Icon

তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি

প্রকাশ: ২৫ জানুয়ারি ২০২৪, ০৩:৫৬ পিএম

তেঁতুলিয়ায় প্রতারণার ২০ মামলার পলাতক আসামি নারায়ণগঞ্জ থেকে আটক

পাঁচ বছর ধরে ২০ মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি মোকছেদুল ইসলাম ওরফে রিপনকে নারায়ণগঞ্জ জেলা থেকে গ্রেপ্তার করেছে তেঁতুলিয়া থানা পুলিশ । 

তার বিরুদ্ধে বিভিন্ন সময় পঞ্চগড় জেলায় ১০ টি সিআর মামলা এবং ঠাকুরগাঁও জেলায় ৭ টি সিআর ও ৩ টি জিআর সহ মোট ২০ টি প্রতারণার মামলায় বিজ্ঞ আদালত থেকে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়ে ছিল।

পুলিশ সুপার এসএম সিরাজুল হুদা, পিপিএম ও অতিরিক্ত পুলিশ সুপার জনাব কনক কুমার দাস (ক্রাইম এন্ড অপস)-এর সার্বিক দিকনির্দেশনায় তেঁতুলিয়া মডেল থানা এসআই তপন কুমার রায় ও এএসআই পলাশ চন্দ্র রায়, সঙ্গীয় ফোর্স গত বুধবার (২৪ জানুয়ারি) নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানাধীন আদমজি এলাকা থেকে আসামি রিপনকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃত আসামি মোকছেদুল ইসলাম ওরফে রিপন (২৭) উপজেলার শালবাহান ইউনিয়নের খেরকিডাঙ্গী (ফকিরপাড়া) গ্রামের শফিকুল ইসলাম ওরফে সফিউলের পুত্র।

বৃহস্পতিবার দুপুরে তেঁতুলিয়া মডেল থানার কনফারেন্স রুমে সহকারী পুলিশ সুপার আমির হোসেন প্রেস ব্রিফিং এ তথ্য জানান। এসময় অফিসার ইনচার্জ (তদন্ত) আরমান আলী সহ পুলিশের অন্যান্য অফিসার ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। 

পরে গ্রেপ্তারকৃত আসামিকে বিধি মোতাবেক পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App