×

সারাদেশ

মেঘনায় অটোরিক্সা-সিএনজিতে চাঁদাবাজি বন্ধের ঘোষণা নব-নির্বাচিত এমপির

Icon

মেঘনা (কুমিল্লা) প্রতিনিধি

প্রকাশ: ২৪ জানুয়ারি ২০২৪, ০৫:০৩ পিএম

মেঘনায় অটোরিক্সা-সিএনজিতে চাঁদাবাজি বন্ধের ঘোষণা নব-নির্বাচিত এমপির

ছবি: ভোরের কাগজ

কুমিল্লার মেঘনা উপজেলায় অটোরিক্সা ও সিএনজিতে চাঁদাবাজি বন্ধের ঘোষণা দিয়েছে কুমিল্লা-২ (হোমনা-মেঘনা) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ আব্দুল মজিদ। এমনকি আইনকে প্রাধান্য দিয়ে সকল পর্যায়ের অসঙ্গতি সমাজ থেকে ঝেরে ফেলারও নির্দেশ দেন।

বুধবার (২৪ জানুয়ারি) উপজেলা আইনশৃঙ্খলা, সন্ত্রাস ও নাশকতা কমিটি, মেঘনা নদী দূষণ ও দখলরোধক বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা রেনু দাসের সভাপতিত্বে সভায় আরো উপস্থিত ছিলেন -মেঘনা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. সাইফুল্লাহ মিয়া রতন শিকদার, ভাইস চেয়ারম্যান মো. মিলন সরকার, মহিলা ভাইস চেয়ারম্যান দিলারা শিরিন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তাসনিম আক্তার, উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ শাহে আলম, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. সায়মা রহমান, উপজেলা প্রকৌশলী মো. অহিদুল ইসলাম সিকদার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. সেলিম খান, মেঘনা থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) মো. বিল্লাল হোসেনসহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ, উপজেলা প্রশাসন ও পরিষদের কর্মকর্তা-কর্মচারী, মুক্তিযোদ্ধাবৃন্দ প্রমুখ।

উল্লেখ্য, নব-নির্বাচিত এমপি অধ্যক্ষ আব্দুল মজিদকে উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসন ফুল দিয়ে বরণ করে নেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App