×

সারাদেশ

নদীর তীর থেকে নবজাতক উদ্ধার

Icon

দিরাই (সুনামগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ২৪ জানুয়ারি ২০২৪, ০৯:৫৮ এএম

নদীর তীর থেকে নবজাতক উদ্ধার

সুনামগঞ্জের দিরাইয়ে নদীর পাড় থেকে এক নবজাতক কন্যা শিশুকে উদ্ধার করছে এলাকাবাসী। সোমবার দিবাগত রাত সাড়ে ৯টার দিকে উপজেলার রফিনগর ইউনিয়নের সুলেমানপুর গ্রামের পাশের নদীর তীর থেকে শিশুটিকে উদ্ধার করা হয়।   

জানা যায়, বাংলাবাজারের পার্শ্ববর্তী বাইতালাহাটি নামক নতুন গ্রামের বাহার উদ্দিন বাজার থেকে বাড়ি ফেরার পথে শিশুর কান্না শুনে এলাকার আরো কিছু লোকদের নিয়ে শিশুটিকে উদ্ধার করে বাড়িতে নিয়ে যায়। 

খবরটি সোশ্যাল মিডিয়ায় প্রচার হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। খবর পেয়ে দিরাই থানা পুলিশ রফিনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শৈলেন্দ্র তালুকদারের সহযোগিতায় মঙ্গলবার সকালে শিশুটিকে দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা সেবা প্রদান করে উপজেলা সমাজসেবা অফিসারের জিম্মায় দেয়া হয়। 

উপজেলা সমাজসেবা কর্মকর্তা জানান, শিশুটি এখন সুস্থ আছে। শিশুটিকে উপযুক্ত নিরাপত্তা দেয়ার জন্য সরকারি প্রতিষ্ঠান সত্যমনি নিবাস অথবা কেউ যদি শিশুটির উপযুক্ত অভিভাবকত্ব গ্রহণ করতে চান সেক্ষেত্রে উপজেলা শিশুকল্যাণ বোর্ডের কাছে আবেদন করতে হবে। আবেদন বাছাই করে পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করা হবে।


সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App