×

সারাদেশ

মানিকগঞ্জে পূজা উদযাপন পরিষদের মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি

Icon

সুরেশ চন্দ্র রায়, মানিকগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ২০ জানুয়ারি ২০২৪, ০৮:০৮ পিএম

মানিকগঞ্জে পূজা উদযাপন পরিষদের মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি

ছবি: ভোরের কাগজ

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পূর্ব ও পরবর্তীকালে হামলা, হুমকি ও সহিংস কর্মকাণ্ডের প্রতিবাদে সারাদেশে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচির অংশ হিসেবে মানিকগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের পক্ষ থেকে এক জোরালো মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।

শনিবার (২০ জানুয়ারি) বেলা ১১টায় জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অধ্যাপক বাসুদেব সাহার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অনির্বাণ পালের সঞ্চালনায়   মানিকগঞ্জ প্রেসক্লাবের সামনে পালিত মানববন্ধনে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের কেন্দ্রীয় কমিটির কার্যকরী সদস্য ও মানিকগঞ্জ জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক এডভোকেট অসীম কুমার বিশ্বাস, মানিকগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের সম্মানিত উপদেষ্টা ও ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি এডভোকেট দীপক কুমার ঘোষ, গুরুদাস রায়, মানিকগঞ্জ জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি কালিপদ ঘোষ, সাধারণ সম্পাদক অধ্যাপক আশুতোষ রায়, জেলা পূজা পরিষদের সহ-সভাপতি বাসুদেব গোস্বামী, যুগ্ম সাধারণ সম্পাদক ডা. রুহিদাস তরফদার, শিবালয় উপজেলার পূজা উদযাপন পরিষদের সভাপতি রথীন সাহা, সাধারণ সম্পাদক এডভোকেট সুকুমার সরকার, সদর উপজেলা পরিষদের সভাপতি সুব্রত ঘোষ সুভাষ, সাধারণ সম্পাদক নিরঞ্জন রাজবংশী, পৌর শাখার সভাপতি প্রভাষক শ্রীধাম মন্ডল দৌলতপুর উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি দিলীপ ফৌজদার, সাধারণ সম্পাদক প্রভাষক মানিক দাস, সিংগাইর উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক এডভোকেট ইতি সাহা এবং বিভিন্ন উপজেলা ইউনিয়ন ও ওয়ার্ড শাখার পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। 

এসময় অবৈধভাবে দখলকৃত বলড়া আশ্রমের জায়গা আগামী ১৫ দিনের মধ্যে কর্তৃপক্ষের নিকট বুঝিয়ে দেয়ার জন্য আলটিমেটাম দেন হিন্দু নেতৃবৃন্দ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App