×

সারাদেশ

রামগড়ের ২১ বছরের পলাতক ৬ মামলার আসামি ডন ইয়াছিন গ্রেপ্তার

Icon

রামগড় প্রতিনিধি

প্রকাশ: ১৯ জানুয়ারি ২০২৪, ১২:১৮ পিএম

রামগড়ের ২১ বছরের পলাতক ৬ মামলার আসামি ডন ইয়াছিন গ্রেপ্তার

খাগড়াছড়ির রামগড়ে ছয়টি মামলার পরোয়ানাভুক্ত ও সাজাপ্রাপ্ত দীর্ঘ ২১ বছর পলাতক থাকা মাদকের ডন ইয়াছিন নামে পরিচিত ছদ্মবেশে মো. ইয়াছিনকে গ্রেপ্তার করেছে রামগড় থানা পুলিশ। 

বৃহস্পতিবার রাত ৯টার সময় রামগড়ের পার্শ্ববর্তী মানিকছড়ি উপজেলায় আসামীর বড় মেয়ের শ্বশুর বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত মো. ইয়াছিন রামগড় পৌরসভার দারোগাপাড়া (মহামনি) এলাকার মো. আবু তাহেরের ছেলে।

পুলিশ জানান, গ্রেপ্তারকৃত ইয়াছিনের বিরুদ্ধে রামগড় ও ভূজপুর থানায় মোট ছয়টি মামলা রয়েছে। এরমধ্যে দুইটি মামলায় সে সাজাপ্রাপ্ত ও চারটি জিআর মামলার পরোয়ানাভুক্ত আসামি। রামগড় থানার এসআই মো. সামছুল আমিন তথ্যপ্রযুক্তির মাধ্যমে সংগীয় ফোর্সের সহায়তায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেন।  সে দীর্ঘদিন চট্টগ্রাম শহরে এবং মানিকছড়ি এলাকায় জামাল হোসেন নাম দিয়ে ছদ্মবেশে চলাফেরা করতো ।

রামগড় থানার উপ-পরিদর্শক মো. শামসুল আমীন জানান, আসামিকে আইনি প্রক্রিয়া শেষে শুক্রবার আদালতে পাঠানো হয়ে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App