×

সারাদেশ

ফটিকছড়িতে হালদার পাড় কাটায় প্রশাসনের অভিযান

Icon

ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশ: ১৭ জানুয়ারি ২০২৪, ১০:১১ পিএম

ফটিকছড়িতে হালদার পাড় কাটায় প্রশাসনের অভিযান

ছবি: ভোরের কাগজ

ফটিকছড়িতে হালদা নদীর পাড় কেটে মাটি পাচারের অভিযোগে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।

বুধবার (১৭ জানুয়ারি) বিকেলে উপজেলার নাজিরহাট পৌরসভা ও হারুয়ালছড়ি ইউনিয়নে মোবাইল কোর্টের মাধ্যমে এ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এটিএম কামরুল ইসলাম।

জানা যায়, উপজেলার নাজিরহাট পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের নাছির মোহাম্মদ ঘাট এলাকা হতে দীর্ঘদিন ধরে স্থানীয় একটি চক্র হালদা নদীর পাড় কেটে মাটি পাচার করে আসছিল। খবর পেয়ে বুধবার ঐ স্থানে সাড়াশি অভিযান পরিচালনা করে মাটি বহন কাজে নিয়োজিত একটি ডাম ট্রাক জব্দ করতে সক্ষম হলেও জড়িতরা পালিয়ে যায়।

এর আগে, হারুয়ালছড়ি ইউনিয়নের পাট্টিল্যার কুল এলাকায় হালদা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনে ব্যবহৃত একটি ড্রেজার মেশিন ও বিপুল পরিমাণ পাইপ জব্দ করা হয়। এ সময় বালু উত্তোলনে জড়িত মানিক নামের এক ব্যক্তি থেকে মুচলেকা নেন ভ্রাম্যমাণ আদালত।

জানতে চাইলে নির্বাহী ম্যাজিস্ট্রেট এটিএম কামরুল ইসলাম বলেন, হালদা রক্ষাতে প্রশাসন জিরো টলারেন্সে। এ নদী থেকে বালু-মাটি পাচারকারীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App