×

সারাদেশ

ডুবে যাওয়া ফেরি উদ্ধারে হামজা-রুস্তম ও নৌবাহিনী

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৭ জানুয়ারি ২০২৪, ১১:৪০ এএম

ডুবে যাওয়া ফেরি উদ্ধারে হামজা-রুস্তম ও নৌবাহিনী

মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটে বাল্কহেডের ধাক্কায় ডুবে যাওয়া ফেরি রজনীগন্ধা উদ্ধারে ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছে উদ্ধারকারী জাহাজ হামজা ও রুস্তম।  

বুধবার (১৭ জানুয়ারি) সকালে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ-বিআইডব্লিউটিএ’র ট্রাফিক বিভাগের পরিচালক জয়নাল আবেদিন বলেন, প্রাথমিক তথ্য মতে, বাল্কহেডের ধাক্কায় ফেরিটি ডুবে যায়। এতে কোনো যাত্রীবাহী পরিবহন ছিল না। ফেরিটি উদ্ধারে দুইটি উদ্ধারকারী জাহাজকে এক সঙ্গে ডাকা হয়েছে। হামজা দৌলতদিয়া হতে ঘটনাস্থলের দিকে রওনা হয়েছে। একই সঙ্গে মাওয়া ঘাট হতে রুস্তমও যাত্রা শুরু করেছে।

এদিকে উদ্ধার অভিযানে যোগ দিয়েছে নৌবাহিনী ডুবুরি দল। একইসঙ্গে উদ্ধার কার্যক্রম পরিচালনা করছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। বুধবার (১৭ জানুয়ারি) সকালে আন্তঃবাহিনী জনসংযোগ -আইএসপিআর থেকে এ তথ্য নিশ্চিত করা হয়। 

এর আগে বুধবার (১৭ জানুয়ারি) সকাল সাড়ে ৮টায় পাটুরিয়ার ৫ নম্বর ঘাটে যানবাহনসহ শতাধিক যাত্রী নিয়ে ফেরি রজনীগন্ধা ডুবে যায়। পদ্মা নদীতে নোঙর করা অবস্থায় ফেরিটি ডুবে যায়। এখন পর্যন্ত ৬ জনকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App