×

সারাদেশ

পদ্মায় ফেরিডুবি

‘‌ও মা গো বাঁচাও’‌, যাত্রীদের চিৎকার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৭ জানুয়ারি ২০২৪, ১০:১১ এএম

‘‌ও মা গো বাঁচাও’‌, যাত্রীদের চিৎকার

ঘন কুয়াশার কারণে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে বাল্কহেডের ধাক্কায় যাত্রী ও যানবাহন নিয়ে একটি ফেরি ডুবির ঘটনা ঘটেছে। 

বুধবার (১৭ জানুয়ারি) সকাল পদ্মায় ধীরে ধীরে ফেরিটি ডুবে যায়।  এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, যখন ফেরিটি ডুবে যায় তখন ফেরি থেকে যাত্রীদের ‘‌ও মা গো বাঁচাও’‌, ‘‌ও মা গো বাঁচাও’‌-এভাবে চিৎকার শুনা গেছে। এসময় সবার মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বিষয়টি ফায়ার সার্ভিস, নৌবাহিনী ও কোস্ট গার্ডের উদ্ধারকারী দলকে জানানো হয়েছে। 

পুলিশ ও ফায়ার সার্ভিস জানায়, ঘন কুয়াশার কারণে মঙ্গলবার (১৬ জানুয়ারি) দিনগত রাত ২টা থেকে পাটুরিয়া-দৌলতদিয়া, আরিচা-কাজীরহাট ও ধাওয়াপাড়া-নাজিরগঞ্জ নৌরুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে। যা বুধবার সকালেও চালু হয়নি। এমন অবস্থায় পাটুরিরা ৫নং ঘাটের কাছাকাছি অবস্থানে থাকা ফেরি রজনীগন্ধা পদ্মা নদীতে ডুবে যায়।


সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App