×

সারাদেশ

মানবিক আবেদন

জীবন যুদ্ধে পরাজিত পঙ্গু হাবিবুল্লাহ বাহার

Icon

শেরপুর প্রতিনিধি

প্রকাশ: ১৬ জানুয়ারি ২০২৪, ০৫:৩৫ পিএম

জীবন যুদ্ধে পরাজিত পঙ্গু  হাবিবুল্লাহ বাহার

হাবিবুল্লাহ বাহার ঝিনাইগাতী উপজেলার কাংশা ইউনিয়নের বিষ্ণুপুর গ্রামের মৃত আব্দুল আওয়ালের পুত্র। নিম্নবিত্ত পরিবারের হাবিবুল্লাহ বাহার ২০০৭ সালে শ্রীবরদী কলেজ থেকে এইচএসসি পাশ করেন। এরপর শেরপুরের ভাতশালা যুব উন্নয়ন থেকে ভেটেরিনারি এবং  শ্রীবরদী থেকে লোকাল মেডিসিন ফাংশন প্রেক্টিশনাল প্রশিক্ষণ নিয়ে বিষ্ণুপুর বাজারে গড়ে তোলেন ‘বাহার মেডিকেল হল’। সেখানে প্রায় ১ যুগ পল্লী চিকিৎসক হিসেবে কাজ করেন। 

২০১৮ সালে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনার শিকার হন হাবিবুল্লাহ বাহার । অপারেশনের মাধ্যমে কেটে ফেলা হয় তার ডান পায়ের উরু পর্যন্ত। এতে তার চিকিৎসার ব্যয়ভার মেটাতে সহায় সম্বল সবকিছু ফুরিয়ে যায়। সংসারে মা, স্ত্রী ও ৪ সন্তানসহ ৭ সদস্যের পরিবার হাবিবুল্লাহর। পরিবারের একমাত্র উপার্জনক্ষম হাবিবুল্লাহ পঙ্গু হওয়ায় বিপর্যস্ত হয়ে পরেছে পরিবারটি। নিরুপায় হয়ে পরিবারের সদস্যদের ভরণপোষণ যোগাতে হাবিবুল্লাহ বেছে নিয়েছেন ভিক্ষাবৃত্তি। 

জানা যায়, ভিক্ষা করে যা পায়, তাই দিয়ে কোনরকম খেয়ে না খেয়ে, অনাহারে-অর্ধাহারে জীবনযাপন করছে হাবিবুল্লাহর পরিবার। তিনি সমাজের বিত্তবানদের কাছে সহযোগিতার আবেদন করেছেন।

হাবিবুল্লাহ জানান একটি ইজি বাইকে হলে সেটি চালিয়ে তিনি পরিবারের সদস্যদের ভরণপোষণ করতে পারবেন। 

হাবিবুল্লাহ বাহারকে কেউ আর্থিক সহায়তা করতে চাইলে নিচের দেয়া তার বিকাশ নম্বরে যোগাযোগ করে আর্থিক সহায়তা পাঠাতে পারেন। 

বিকাশ নম্বর: ০১৩২২-৩০০৭৯৮

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App