×

সারাদেশ

পার্বত্য প্রতিমন্ত্রী

সকলে মিলে পাহাড়ে শান্তিপূর্ণ সহবস্থান ও সুসম বণ্টন নিশ্চিত করবো

Icon

রামগড় প্রতিনিধি

প্রকাশ: ১৬ জানুয়ারি ২০২৪, ০৪:৫১ পিএম

সকলে মিলে পাহাড়ে শান্তিপূর্ণ সহবস্থান ও সুসম বণ্টন নিশ্চিত করবো

ছবি: ভোরের কাগজ

একসাথে সকলে মিলে পাহাড়ে শান্তিপূর্ণ সহবস্থান ও সুসম বণ্টন নিশ্চিত করবো মন্তব্য করে নবনিযুক্ত পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি বলেছেন, বাংলাদেশের উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে গণতন্ত্র আরো একবার নতুনভাবে প্রতিষ্ঠা হলো।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নব নিযুক্ত মন্ত্রীসভার পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী হিসেবে যোগদানের পর প্রথমবারের মতো নিজ নির্বাচনী এলাকা খাগড়াছড়িতে ৫ দিনের রাষ্ট্রীয় সফরে আসেন কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি। 

মঙ্গলবার (১৬ জানুয়ারি) দুপুরে তিনি নিজ সংসদীয় এলাকা খাগড়াছড়িতে সফরে আসলে প্রতিমন্ত্রীকে অভ্যর্থনা ও শুভেচ্ছা জানায় দলীয় নেতাকর্মীসহ রামগড়বাসী। 

এ সময় রামগড় বাজারে অস্থায়ী সংবর্ধনা মঞ্চে প্রতিমন্ত্রী তাকে নৌকা প্রতীকে নির্বাচিত করায় সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এর আগে প্রতিমন্ত্রীকে খাগড়াছড়ির প্রবেশধার সোনাইপুল বাজারে ফুল দিয়ে শুভেচ্ছা জানায় দলীয় নেতাকর্মীসহ সোনাইপুল বাজারের ব্যবসায়ীরা। 

প্রতিমন্ত্রীর প্রথম রাষ্ট্রীয় সফরে তার ব্যক্তিগত কর্মকর্তা ও কর্মচারীরা ছাড়াও প্রতিমন্ত্রীর সহধর্মিণী মিসেস মল্লিকা ত্রিপুরা, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু, খাগড়াছড়ি পৌর মেয়র ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্মলেন্দু চৌধুরীসহ প্রমুখ।

সংবর্ধনা অনুষ্ঠানে রামগড় উপজেলা চেয়ারম্যান বিশ্ব প্রদীপ কুমার কারবারী, উপজেলা আওয়ামী লীগ সভাপতি মোস্তফা হোসেন, পৌর মেয়র রফিকুল আলম কামাল, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক কাজী নুরুল আলম আলমগীরসহ দলীয় নেতাকর্মীসহ সর্বস্তরের লোকজন উপস্থিত ছিলেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App