×

সারাদেশ

ঝালকাঠিতে আওয়ামী লীগ নেতার মরদেহ উদ্ধার

Icon

ঝালকাঠি (বরিশাল) প্রতিনিধি

প্রকাশ: ১৬ জানুয়ারি ২০২৪, ০৪:০৪ পিএম

ঝালকাঠিতে আওয়ামী লীগ নেতার মরদেহ উদ্ধার

ঝালকাঠি পৌর আওয়ামী লীগ নেতার মরদেহ তার প্রতিবেশীর ঘর থেকে উদ্ধার করেছে পুলিশ। নিহতের নাম রিপন মল্লিক (৫০)। সে পৌর এলাকার ৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি। ধারণা করা হচ্ছে, তাকে পিটিয়ে হত্যা করা হয়েছে।

সোমবার (১৫ জানুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে পৌর এলাকার এক প্রবাসীর ঘর থেকে রিপন মল্লিকের মরদেহটি উদ্ধার করা হয়। এ ঘটনায় জড়িত সন্দেহে প্রবাসীর স্ত্রীকে আটক করেছে পুলিশ।

নিহত রিপন মল্লিকের প্রতিবেশী প্রত্যক্ষদর্শী হারিছ হোসেন বলেন, ‘রাত সাড়ে ১০টার দিকে ঘরের ভেতর থেকে প্রবাসীর স্ত্রীর  চিৎকার শুনতে পাই। এ সময় আশপাশের লোকজনসহ ঘরে ঢুকলে রিপন মল্লিককে মেঝেতে পড়ে থাকতে দেখি। এসময় তাকে সদর হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক রিপন মল্লিককে মৃত ঘোষণা করেন।’

ওই ঘটনায় আটক নারীর বোনের ছেলে গণমাধ্যমকে জানিয়েছে, ‘আমার খালা ও খালু রিপন মল্লিকের কাছ থেকে জমি কিনেছেন। সেই সুবাদে রিপন মল্লিক আমার খালার বাসায় যাতায়াত করতেন। রিপন মল্লিকের সঙ্গে তার নিজের ভাইয়ের জমি নিয়ে বিরোধ ছিল বলে শুনেছি। তবে ঘটনার দিন রিপন মল্লিক কেন আমার খালার ঘরে এসেছিলেন, তা আমাদের জানা নেই।’

প্রাথমিকভাবে এটিকে হত্যাকাণ্ড বলে জানিয়েছেন ঝালকাঠি সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. মুহিতুল ইসলাম। তিনি বলেন, ‘যে নারীর ঘর থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে তার সঙ্গে রিপন মল্লিকের সম্পর্ক ছিল বলে তথ্য পেয়েছি। পুলিশ ওই নারীকে ইতিমধ্যে আটক করেছে। রিপন মল্লিকের মরদেহ ময়নাতদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App