×

সারাদেশ

মানিকগঞ্জ-২

ছয় মাসের প্রচারণায় এমপি হলেন স্বতন্ত্র প্রার্থী টুলু

Icon

মাসুম বাদশাহ সিংগাইর (মানিকগঞ্জ) থেকে

প্রকাশ: ১২ জানুয়ারি ২০২৪, ০৪:৪৫ পিএম

ছয় মাসের প্রচারণায় এমপি হলেন স্বতন্ত্র প্রার্থী টুলু

মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য দেওয়ান জাহিদ আহমেদ টুলু। ছবি: ভোরের কাগজ

অটোপাস উত্তীর্ণ হেভিওয়েট বিতর্কিত মানিকগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য মমতাজ বেগমকে মাত্র ছয় মাস আগে নির্বাচনের মাঠে নেমে কুপোকাত করেছেন জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী দেওয়ান জাহিদ আহমেদ টুলু।

সদ্য সমাপ্ত সংসদ নির্বাচনে দেওয়ান জাহিদ আহমেদ টুলু সর্বোচ্চ ঘোষিত ফল অনুযায়ী মোট ১৯৩টি ভোটকেন্দ্রে ট্রাক প্রতীকে স্বতন্ত্র প্রার্থী দেওয়ান জাহিদ আহমেদ টুলু পেয়েছেন ৮৮ হাজার ৩০৯ ভোট পেয়ে এমপি নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের মমতাজ বেগম পান ৮২ হাজার ১৩৮ ভোট। 

৬ হাজার ১৭১ ভোট বেশি পাওয়ায় এমপি পদটি এখন টুলুর কব্জায়। তবে মমতাজ বেগম নির্বাচনী এলাকার নিজ উপজেলা সিংগাইরে ভোটের ফলাফল ভয়াবহ বিপর্যয় ঘটে। 

এদিকে, নবনির্বাচিত সংসদ সদস্য শপথ গ্রহণ শেষে দেওয়ান জাহিদ আহমেদ টুলু আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ও সাংগঠনিক সম্পাদক মির্জাসহ বিভিন্ন কেন্দ্রীয় নেতাদের সাথে ফুলেল শুভেচ্ছা জানান। সেই সাথে সংসদীয় আসনের নেতাকর্মীদের নিয়ে ধানমন্ডির জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রকৃতিতে শ্রদ্ধা জানান। 

বৃহস্পতিবার (১১ জানুয়ারি) নির্বাচনী এলাকায় গিয়ে বিভিন্ন নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। কর্মী-সমর্থকরা তাকে কাছে পেয়ে আবেগে-আপ্লুত হয়ে পড়েন এবং নবনির্বাচিত সংসদ সদস্যকে ফুলেল শুভেচ্ছা জানান। এলাকাবাসীর বিপদে-আপদে পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন এ সংসদ সদস্য।   

মাত্র ছয় মাস আগে নির্বাচনী মাঠে নেমে এমপি হওয়া প্রসঙ্গে দেওয়ান জাহিদ আহমেদ টুলু বলেন, ছয় মাস আগে নির্বাচনের প্রচারণা শুরু করলেও আমার সামজিক দৃশ্যমান কর্মকান্ড গত ২০ বছর ধরে। মানুষের ভালোবাসার শক্তির চেয়ে বড় কিছু নেই। অন্যরা বিভিন্ন অপপ্রচার করলেও ভালোবাসার শক্তিকে থামাতে পারেনি তার প্রমাণ জাতীয় সংসদ নির্বাচন। 

সংসদীয় এলাকায় প্রথমে তিনি সিংগাইরে মডেল মসজিদ নির্মাণ, ভাষা শহিদ রফিক সেতুর টোলমুক্ত ও হরিরামপুর উপজেলার নদী ভাঙ্গনরোধে স্থায়ী বাঁধ নির্মাণের কথা জানান। পাশাপাশি আগের মতই তার ব্যক্তিগত অর্থায়নে সামাজিক কাজ চালিয়েও যাবেন বলেও তিনি বলেন। 

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App