×

সারাদেশ

কুয়াকাটায় ফরিদ মাঝির জালে ধরা পড়লো ৯২ মন ইলিশ

Icon

কুয়াকাটা (পটুয়াখালী) প্রতিনিধি

প্রকাশ: ১০ জানুয়ারি ২০২৪, ০৬:১৪ পিএম

কুয়াকাটায় ফরিদ মাঝির জালে ধরা পড়লো ৯২ মন ইলিশ

ছবি: ভোরের কাগজ

পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে ফরিদ মাঝি নামের এক জেলের জালে ধড়া পড়েছে ৯২ মন ইলিশ। 

বুধবার (১০ জানুয়ারি) দুপুরে এসব মাছ মহিপুরের ঝুমুর এন্ড বাদ্রার্স নামের একটি মাছের আড়তে নিয়ে আসা হয়। পরে মাছগুলো নিলামের মাধ্যমে ২০ লাখ ২৫ হাজার টাকায় বিক্রি করা হয়।

এর আগে, মঙ্গলবার (৯ জানুয়ারি) দুপুরে পায়রা বন্দরের শেষ বয়া থেকে ১০০ কিলোমিটার গভীর সমুদ্রে মাছগুলো এক খ্যাওয়ে ধরা পড়ে। 


ওই ট্রলারের মাঝি ফরিদ উদ্দিন জানান, চট্রগ্রাম থেকে এক সপ্তাহ আগে ১৭ জন জেলে নিয়ে এফবি মা জননী নামের ট্রলার নিয়ে তারা গভীর সাগরে মাছ শিকারে যায়। প্রথম দিকে মাছ না পেলেও মঙ্গলবার তাদের জালে এ পরিমাণ মাছ ধরা পড়ে। দীর্ঘদিন পরে এই জেলের জালে প্রচুর পরিমাণে ইলিশ ধরা পড়ায় খুশি জেলেসহ ব্যবসায়ীরা। 


সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App