×

সারাদেশ

চট্টগ্রাম-১

জামানত বাজেয়াপ্ত হলো পাঁচ প্রার্থীর

Icon

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশ: ০৮ জানুয়ারি ২০২৪, ০৪:৪৭ পিএম

জামানত বাজেয়াপ্ত হলো পাঁচ প্রার্থীর

ছবি: সংগৃহীত

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন চট্টগ্রাম-১ (মিরসরাই) আসনে প্রাপ্ত ভোটের ফলাফলের ভিত্তিতে জামানত বাজেয়াপ্ত হয়েছে পাঁচ প্রার্থীর। রবিবার (৭ জানুয়ারি) অনুষ্ঠিত হওয়া নির্বাচনে মোট সংগ্রহকৃত ভোটের ৮ ভাগের একভাগ ভোট না পাওয়ায় জাতীয় পার্টি মনোনীত এমদাদ হোসাইন চৌধুরী (লাঙ্গল), ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ মনোনীত আবদুল মন্নান (চেয়ার), বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট (বিএনএফ) মনোনীত মো. ইউসুফ (টেলিভিশন), বাংলাদেশ সুপ্রিম পার্টি (বিএসপি) মনোনীত মো. নুরুল করিম আফছার (একতারা), বাংলাদেশ মুসলিম লীগ (বিএমএল) মনোনীত প্রার্থী শেখ জুলফিকার বুলবুল চৌধুরী (হাতপাঞ্জা) জামানত বাজেয়াপ্ত করা হয়।

জানা গেছে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন চট্টগ্রাম-১ মিরসরাই আসনে মোট ভোটার ছিলো ৩ লাখ ৬৬ হাজার ৬২৫ জন। নির্বাচনে ১০৬ টি কেন্দ্রে মোট ভোট পড়েছে ৩৯.০৫%। মোট বৈধ ভোটের সংখ্যা ১ লাখ ৪৩ হাজার ১১৭। 

একজন প্রার্থীর জামানত বাজেয়াপ্ত না হওয়ার জন্য ন্যূনতম ১৭ হাজার ৮৭৯ ভোট পেতে হবে। মিরসরাইয়ে মোট ৭জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করেছেন। বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মাহবুব উর রহমান রুহেল (নৌকা) ৮৯ হাজার ৬৪ ভোট পেয়ে জয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্ধী স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ গিয়াস উদ্দিন (ঈগল) পান ৫২ হাজার ৯৯৫ ভোট। অন্যান্য প্রার্থীদের মধ্যে জাতীয় পার্টি মনোনীত এমদাদ হোসাইন চৌধুরী (লাঙ্গল) পান ৪০৮ ভোট, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ মনোনীত আবদুল মন্নান (চেয়ার) পান ২০৫ ভোট, বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট (বিএনএফ) মনোনীত মো: ইউসুফ (টেলিভিশন) পান ২০০ ভোট, বাংলাদেশ সুপ্রিম পার্টি (বিএসপি) মনোনীত  মো. নুরুল করিম আফছার (একতারা) পান ১৯৯ ভোট, বাংলাদেশ মুসলিম লীগ (বিএমএল) মনোনীত প্রার্থী শেখ জুলফিকার বুলবুল চৌধুরী (হাতপাঞ্জা) পান ৪৬ ভোট। 

মিরসরাই উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মাহফুজা জেরিন জানান, নির্বাচনে মোট ভোট কাস্টিংয়ের ৮ ভাগের একভাগ ভোট না পাওয়ায় আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মাহবুব উর রহমান ও স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ গিয়াস উদ্দিন ছাড়া বাকী ৫ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত করা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App