×

সারাদেশ

ফেনী-৩

ফলাফল প্রত্যাখ্যান করে পুনঃ নির্বাচনের দাবি রহিম উল্যাহর

Icon

সোনাগাজী (ফেনী) প্রতিনিধি

প্রকাশ: ০৭ জানুয়ারি ২০২৪, ০৬:৫৭ পিএম

ফলাফল প্রত্যাখ্যান করে পুনঃ নির্বাচনের দাবি রহিম উল্যাহর

ফেনী ৩ (সোনাগাজী-দাগনভুঞা) আসনে স্বতন্ত্র প্রার্থী ও সাবেক এমপি হাজী রহিম উল্লাহ ভোট প্রত্যাখ্যান করে পুণঃ নির্বাচনের দাবী জানিয়েছেন।

এর আগে তিনি বিকেল ৩টায় সোনাগাজীর নবাবপুর ইউনিয়নের বেলায়েত হোসেন উচ্চ বিদ্যালয়ে প্রিসাইডিং অফিসারের বিরুদ্ধে জাল ভোট দেয়ার অভিযোগ এনে তাকে লাঞ্ছিত করেন।

এক পর্যায়ে প্রিসাইডিং অফিসার রহিম উল্লার উপর তেড়ে আসলে রহিমের ভাতিজা শেখ ফরিদ তাকে রক্ষা করে গাড়িতে তুলে ঘটনাস্থল ত্যাগ করেন । এরপর বিকেলে সোনাগাজীর জিরো পয়েন্টে তার কার্যালয়ে এক সংবাদ সম্মেলন করেন। ওই সংবাদ সম্মেলনে নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করে পুনঃ নির্বাচনের দাবি জানান। 

তিনি বলেন, নির্বাচনী এলাকার প্রতিটি কেন্দ্র দখল করে জাল ভোট দিয়েছে লাঙ্গলের এজেন্টরা। জাল ভোট দানে তাদের সহযোগিতা করেছে প্রিসাইডিং ও পোলিং এজেন্টরা।

উল্লেখ্য, ফেনী-৩ আসনে প্রায় ৩০ শতাংশ ভোট কালেকশন হয়েছে। বিপুল ভোটের ব্যবধানে জয়ের পথে জাতীয় পার্টির প্রার্থী ও বতর্মান এমপি জেনারেল (অবঃ) মাসুদ উদ্দিন চৌধুরী।

টাইমলাইন: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App