×

সারাদেশ

রায়গঞ্জে জাল ভোট দেয়ার চেষ্টা, তিনজনের কারাদণ্ড

Icon

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ০৭ জানুয়ারি ২০২৪, ০৪:২৯ পিএম

রায়গঞ্জে জাল ভোট দেয়ার চেষ্টা, তিনজনের কারাদণ্ড

ছবি: সংগৃহীত

সিরাজগঞ্জ-৩ আসনে রায়গঞ্জ উপজেলায় জাল ভোট দেয়ার চেষ্টা করায় তিন ব্যক্তিকে ছয় মাস করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। 

রবিবার (৭ জানুয়ারি) দুপুরে উপজেলার বাসুদেবকোল শ্রীরামের পাড়া ইসলামিয়া দাখিল মাদরাসা কেন্দ্রে এ ঘটনা ঘটে। দণ্ড প্রাপ্তরা হলেন- বাসুদেবকোল দক্ষিণপাড়ার আছের আলীর ছেলে ইকবাল হোসেন সরকার (৪১) ও একই এলাকার নুরুল ইসলাম সরকারের ছেলে মোবারক হোসেন (৪০) এবং রায়গঞ্জ উপজেলা সদর মহিলা কলেজ কেন্দ্রে একই অপরাধের দায়ে তারেক সালমান (২৭) নমের এক যুবককে আটক করা হয়। 

দণ্ড প্রাপ্ত তারেক সালমান রায়গঞ্জ পৌরসভা এলাকার আব্দুল হাই তালুকদারের ছেলে। নির্বাহী ম্যাজিস্ট্রেট ইসরাত জাহান ও তানজিল পারভেজ জানান, ওই তিন ব্যক্তি ছদ্মবেশে ভোটারদের লাইনে দাঁড়িয়ে ভোট দেয়ার চেষ্টা করছিলেন। সন্দেহ হওয়ায় তাদের আটক করে জিজ্ঞাসাবাদ করলে তারা জাল ভোট দিতে আসার কথা স্বীকার করেন। এরপর দণ্ডবিধির ১৮৬০ এর ১৭১ চ ধারা অনুযায়ী তাদের তিন জনকে ছয় মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়।


টাইমলাইন: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App