×

সারাদেশ

সিলেটে ভোটের পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ পররাষ্ট্রমন্ত্রীর

Icon

ফারুক আহমদ, সিলেট ব্যুরো

প্রকাশ: ০৭ জানুয়ারি ২০২৪, ১১:১৪ এএম

সিলেটে ভোটের পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ পররাষ্ট্রমন্ত্রীর

ছবি: ভোরের কাগজ

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-১ আসনের আওয়ামী লীগের প্রার্থী ও পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন (নৌকা) বন্দর বাজার এলাকার দুর্গাকুমার সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দিয়েছেন।

রবিবার (৭ জানুয়ারি) সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হলেও পররাষ্ট্রমন্ত্রী ভোট দিতে কেন্দ্রে আসেন ১০ টা ৫ মিনিটে এবং ভোট দেন সোয়া দশটায়। ভোট দেয়ার পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। এ সময় তার সঙ্গে সিলেট মহানগর আওয়ামী লীগের নেতারা উপস্থিত ছিলেন।

এ সময় তিনি বলেন, টানা ছুটির কারণে ভোটারদের উপস্থিতির কিছুটা কম হতে পারে। এ সময় তিনি বিএনপির হরতালকে ঢংঢাং বলে মন্তব্য করে ভোটের পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করেন।

এ আসনে তার সঙ্গে ভোট লড়ছেন সম্মিলিত সাংস্কৃতিক মুক্তি জোটের প্রার্থী আব্দুল বাসিত (ছড়ি), ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি)-এর প্রার্থী ইউসুফ আহমদ (আম), ইসলামী ঐক্যজোটের প্রার্থী ফয়জুল হক (মিনার) এবং বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী মো. সোহেল আহমদ চৌধুরী (প্রতীক)।

টাইমলাইন: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App