×

সারাদেশ

মেহেরপুরে শুরু হয়েছে ভোট গ্রহণ

Icon

মেহেরপুর প্রতিনিধি

প্রকাশ: ০৭ জানুয়ারি ২০২৪, ০৯:০৮ এএম

মেহেরপুরে শুরু হয়েছে ভোট গ্রহণ

মেহেরপুর-১ ও মেহেরপুর-২ আসনের ২০৭টি কেন্দ্রে ভোট গ্রহণ শুরু হয়েছে। ছবি: ভোরের কাগজ

মেহেরপুর জেলার ২ টি সংসদীয় আসনের ২০৭টি কেন্দ্রে ভোট গ্রহণ শুরু হয়েছে। রবিবার (৭ জানুয়ারি) সকাল আটটায় একযোগে ভোট গ্রহণ শুরু হয়। এর আগে সকালে কেন্দ্রে কেন্দ্রে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে পৌঁছানো হয় ব্যালট পেপার।

 দুটি আসনে মোট ভোটারের সংখ্যা ৫ লাখ ৫৫ হাজার ৯৬৬ জন। ভোট গ্রহণের লক্ষে ২০৭টি কেন্দ্র স্থাপন করা হয়েছে। অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ভোট গ্রহণের লক্ষে পুলিশের পাশাপাশি র‌্যাব, বিজিবি ও সেনাবাহিনীর সদস্যদের নিয়ে নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে বলে জানিয়েছেন রিটার্নিং কর্মকর্তা। 

মেহেরপুর সদর ও মুজিবনগর উপজেলা নিয়ে গঠিত মেহেরপুর-১ আসনটিতে প্রার্থী রয়েছেন ৬ জন। বাংলাদেশ আওয়ামী লীগ প্রার্থী ফরহাদ হোসেন (নৌকা), স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগের সাবেক এমপি প্রফেসর আব্দুল মান্নান (ট্রাক), সাবেক এমপি জয়নাল আবেদীন (ঈগল), জাতীয় পার্টি প্রার্থী আব্দুল হামিদ (লাঙ্গল), ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি) প্রার্থী তারিকুল ইসলাম লিটন (আম), বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট প্রার্থী বাবুল জোম (ছড়ি) প্রতিদ্বন্দ্বিতা করছেন। 

এ আসনটিতে মোট ভোটারের সংখ্যা ৩ লাখ ৩৭ জন। মোট ১১৭টি কেন্দ্র ও ভোটার কক্ষ রয়েছে ৭০১টি। 

শুধুমাত্র গাংনী উপজেলা নিয়ে গঠিত মেহেরপুর-২ আসনে মোট প্রার্থী ৭ জন। এরা হলেন- বাংলাদেশ আওয়ামী লীগ প্রার্থী ডা. আবু সালেহ মো. নাজমুল হক সাগর (নৌকা), স্বতন্ত্র প্রার্থী সাবেক এমপি মকবুল হোসেন (ট্রাক), তৃণমূল বিএনপি প্রার্থী সাবেক এমপি আব্দুল গনি (সোনালী আঁশ), জাতীয় পার্টি প্রার্থী কেতাব আলী (লাঙ্গল) বাংলাদেশ কংগ্রেস প্রার্থী আল ফারুক বাবুল (ডাব),  ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি) গোলাম রসুল (আম) ও বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট প্রার্থী শাহ জামাল (ছড়ি)। এ আসনটিতে মোট ভোটারের সংখ্যা ২ লাখ ৫৫ হাজার ৮২৯। ৯০টি কেন্দ্রের মোট ভোট কক্ষের সংখ্যা রয়েছে ৫৯৭টি।

টাইমলাইন: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App