×

সারাদেশ

শিবগঞ্জে ভোটকেন্দ্রে কুকুর নিয়ে তল্লাশি শুরু

Icon

শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ০৬ জানুয়ারি ২০২৪, ০৪:১৪ পিএম

শিবগঞ্জে ভোটকেন্দ্রে কুকুর নিয়ে তল্লাশি শুরু

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে গুরুত্বপূর্ণ ভোটকেন্দ্রে ডগ স্কোয়াড দিয়ে তল্লাশি শুরু করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শনিবার (৬ জানুয়ারি) সকাল থেকেই উপজেলার গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলোতে যায় বিজিবি সদস্যরা। আগামীকালের ভোট নির্বিঘ্ন করতে এই তল্লাশি কার্যক্রম চালানো হয়। ৫৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, শনিবার সকাল থেকেই উপজেলার গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলোতে যায় বিজিবি সদস্যরা। এ সময় কেন্দ্রের নিরাপত্তা যাচাইসহ ডগ স্কোয়াডের কুকুর দিয়ে তল্লাশি চালানো হয়। ভোট শুরু পর্যন্ত তল্লাশি কার্যক্রম চলবে বলে জানিয়েছেন লে. কর্নেল গোলাম কিবরিয়া। ভোটকেন্দ্রের পাশাপাশি সড়কের বিভিন্ন স্থানে চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালাচ্ছে বিজিবি। রিটার্নিং কর্মকর্তার কার্যালয় জানায়, এবার জেলার তিনটি আসনে ৫১২টি কেন্দ্রে ভোট গ্রহণ করা হবে। এর মধ্যে ৩২৫টি কেন্দ্রকে গুরুত্বপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। 

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App