×

সারাদেশ

শৈত্য প্রবাহে জনজীবন বিপর্যস্ত

নীলফামারীতে বাড়ছে কোল্ড ডায়রিয়াসহ শীতজনীত রোগীর সংখ্যা

Icon

মো. রাজীব চৌধুরী রাজু, নীলফামারী থেকে

প্রকাশ: ০২ জানুয়ারি ২০২৪, ০৫:৫৪ পিএম

নীলফামারীতে বাড়ছে কোল্ড ডায়রিয়াসহ শীতজনীত রোগীর সংখ্যা

ঘন কুয়াশায় হেড লাইট জ্বালিয়ে চলাচল করছে যানবাহন। ছবিটি মঙ্গলবার সকালে জেলা সদরের পুলিশ লাইন্স এলাকা থেকে তোলা। ছবি: ভোরের কাগজ

হিমালয় ঘেঁষা উত্তরের জেলা নীলফামারীতে টানা ২ দিন ধরে চলছে মৃদু শৈত্য প্রবাহ। ঘন কুয়াশার চাঁদরে ঢেকে গেছে চারিদিক। সকাল গড়িয়ে ভরা দুপুরেও দেখা মিলছে না সূর্যের। দিনে দিনে কমছে তাপমাত্রা। প্রচণ্ড ঠাণ্ডা আর হিমেল বাতাসে বিপর্যস্ত হয়ে পড়েছে এ অঞ্চলের খেটে খাওয়া জনজীবন। ঘন কুয়াশায় যানবাহনগুলো চলছে হেডলাইট জ্বালিয়ে।

মঙ্গলবার (২ জানুয়ারি) সকালে সরেজমিনে নীলফামারী ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে গিয়ে দেখা গেছে, তাপমাত্রা শরীরে খাপ খাইয়ে নিতে না পারায় বেড়েছে কোল্ড ডায়রিয়াসহ নানা শীতজনিত শিশু ও বয়স্ক রোগীর সংখ্যা।

সৈয়দপুর বিমানবন্দর আবহাওয়া কার্যালয়ের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. লোকমান হাকিম জানান, “সোমবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় তিন কিলোমিটার। এই বাতাসের কারণেই শীত বেশি অনুভূত হচ্ছে। বুধবার তাপমাত্রা আরও কিছুটা কমতে পারে। এ অবস্থা কয়েক দিন চলবে বলেও জানান তিনি।”

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App