×

সারাদেশ

ফুলবাড়ীয়ার সাদা সোনা রাবার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৬ আগস্ট ২০২০, ০৫:২৬ পিএম

ফুলবাড়ীয়ার সাদা সোনা রাবার

ছবি: প্রতিনিধি

ময়মনসিংহের ফুলবাড়ীয়ার রাবাবের অপর নাম হচ্ছে সাদা সোনা। এক হাজার ৩৬ একর এলাকাজুড়ে ফুলবাড়ীয়া উপজেলার সন্তোষপুর অবস্থিত। ‘সাদা সোনা’ হিসেবে পরিচিত রাবারের এ বাগানটি বাংলাদেশ বন শিল্প উন্নয়ন করপোরেশনের (বশিউক)। এটি দ্বিতীয় রাবার উন্নয়ন প্রকল্প টাঙ্গাইল ও শেরপুর অঞ্চলের আওতাধীন। ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার নাওগাঁও ইউনিয়নের সন্তোষপুর রাবার প্রকল্প নামে পরিচিত।

উপজেলা সদর থেকে ১৯ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে এটি অবস্থিত। এক সময় এখানে বন বিভাগের প্রাকৃতিক গজারি বন ছিল। বন বিভাগ থেকে ১৯৮৯-৯০ সালে রাবার চাষের জন্য জমি বরাদ্দ নেয় বশিউক। ১৯৯৩-৯৪ সালে বাগান সৃষ্টির কাজ শুরু করা হয়।

প্রকল্প সূত্রে জানা গেছে, সন্তোষপুর রাবার বাগানে ১৯১টি ব্লুক রয়েছে। প্রতিটি ব্লুকে ৩০০ করে গাছ আছে। বাগানের কষ আহরণের জন্য ২০১ জন ট্রেপার (শ্রমিক) রয়েছে।

রাবার গাছের চার-পাঁচ ফুট ওপরে ৩০ ডিগ্রি অ্যাঙ্গেলে বিশেষ ধরনের ট্রেপিং চাকু দিয়ে গাছের অর্ধেক অংশের এক মিলিমিটার ছাল কর্তন করে কষ আহরণ করা হয়। পরে তা প্রক্রিয়াজাত করে দেশ-বিদেশে রপ্তানি করা হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App