×

সারাদেশ

চারা রোপন করতে গিয়ে কৃষকের মৃত্যু

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ৩১ জুলাই ২০২০, ০৭:১৪ পিএম

পঞ্চগড়ের আটোয়ারীতে বজ্রপাতে জহিরুল ইসলাম (৪৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানায়, শুক্রবার (৩১ জুলাই) বেলা ১২ টায় উপজেলার তোড়িয়া ইউনিয়নের বড় দরমপাড়া গ্রামে আমন ধানের চারা রোপণ করতে গিয়ে বজ্রপাতে ঘটনাস্থলেই প্রাণ হারান এ কৃষক।

তিনি পঞ্চগড় সদর উপজেলার মাগুরা প্রধানপাড়া এলাকার জনৈক মৃত রহিম উদ্দীনের ছেলে। গত কুড়ি বছরের অধিক সময় ধরে জজিরুল দরমপাড়া এলাকায় জমি ক্রয় এবং লিজ নিয়ে বসবাস করে আসছিলেন। কৃষিনির্ভর জহিরুলের সংসারে স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে রয়েছে।

আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মো. ইজার উদ্দীন জহিরুলের মৃত্যুর খবরটি নিশ্চিত করেন। এ ঘটনায় আটোয়ারী থানায় একটি অপমৃত্যুর মামলা রেকর্ড করা হয়েছে। বজ্রপাতে কৃষকের অকাল মৃত্যুতে পরিবারসহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App