×

সারাদেশ

মাদকসেবী ধরতে নদীতে ঝাঁপ দিয়ে র‌্যাব কর্মকর্তার মৃত্যু

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৮ জুলাই ২০২০, ১১:৪৩ পিএম

জয়পুরহাটের পাঁচবিবিতে মাদকের আসামি ধরতে ঝাঁপ দিয়ে নদীতে ডুবে জয়পুরহাট র‌্যাব-৫ ক্যাম্পের সাহেদুজ্জামান নামের এক সহকারী পরিদর্শকের মৃত্যু হয়েছে। শনিবার সন্ধ্যায় পাঁচবিবির ছোট যমুনা নদীতে মারা যান তিনি। নিহত সাহেদুজ্জামান দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার তেনা গ্রামের রিয়াজ ইসলামের ছেলে। জয়পুরহাট র‌্যাব-৫ ক্যাম্প কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মোহাইমেনুর রশিদ জানান, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে শনিবার সন্ধ্যায় পাঁচবিবির বড়মানিক এলাকায় ছোট যমুনা নদীর পাশে মাদকসেবীদের ধরতে যায় র‌্যাববের সহকারী পরিদর্শক (এসআই) সাহেদুজ্জামানসহ কয়েকজন সদস্য। এ সময় র‌্যাব সদস্যদের দেখে মাদকসেবীরা পালানোর চেষ্টা করে। পরে ধাওয়া করলে মাদকসেবীরা নদীতে ঝাঁপ দেয়। সাহেদুজ্জামানও তাদের ধরতে ঝাঁপ দেয় ওই নদীতে। সাথে অন্য র‌্যাব সদস্যরা সাহেদুজ্জামানকে দেখতে না পেয়ে অনেক খোঁজাখুঁজির পর তার মরদেহ নদীতে ভাসতে দেখে। দ্রুত তাকে উদ্ধার করে পাঁচবিবির মহীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসকরা তাকে ঘোষণা করেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App