×

সারাদেশ

ক্ষুধা মেটাতে গো-খাদ্য খাচ্ছে মৌমাছিরা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৮ জুলাই ২০২০, ০৪:১৪ পিএম

ক্ষুধা মেটাতে গো-খাদ্য খাচ্ছে মৌমাছিরা

গো-খাদ্য খাচ্ছে মৌমাছিরা । ছবি: মাসুদ পারভেজ রুবেল

বন্যায় ক্ষুধা মেটাতে গো-খাদ্য খাচ্ছে মৌমাছিরা। শনিবার (১৮ জুলাই) কুড়িগ্রামের রৌমারী উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে এমন চিত্র। বন্যায় উপজেলার ২০৩ গ্রামের প্রায় ৩ লক্ষ মানুষ পানিবন্দি হয়ে পড়ে।

সব হাট-বাজার, শিক্ষা প্রতিষ্ঠান, বিভিন্ন ফসলাদি, নার্সারীসহ তলিয়ে যায় ফুলের বাগান। এসব যাওয়ায় বন থেকে মৌমাছি চলে আসছে লোকালয়ে। আশ্রয় নিচ্ছে বিভিন্ন মসজিদ, স্কুল, কলেজ ও বাড়ির গাছগাছালিতে। সেখান থেকে খাদ্যের সন্ধানে দলবেধেঁ ছুটছে বাজারের বিভিন্ন গো-খাদ্যের দোকানে। সকাল থেকে খাদ্য সংগ্রহ করে সন্ধার আগে এই মৌমাছিরা চলে আসে আবাসস্থলে। বানভাসি মানুষ সবচেয়ে বিপাকে পড়ে গরু, মহিষ, ছাগল, ভেঁড়া,ও হাঁস-মুরগী নিয়ে। এসব প্রাণীর খাদ্য সংগ্রহ করতে হিমশিম খাচ্ছে খামারিরা।

রৌমারীর চকবাজারের গো-খাদ্যের দোকান মালিক শের আলী বলেন, আমি কোনো দিনও দেখিনি মৌমাছিরা গো-খাদ্য খায়। গত কয়েক দিন থেকে আমার দোকানে মৌমাছিরা দলবেঁধে আসে এবং গো-খাদ্য খেয়ে সন্ধার আগে চলে যায়। তবে আমি এই মৌমাছিদের তাড়িয়ে দেই না।

রৌমারীর হোটেল মালিক নুর আলম বাচ্চু জানান, বন্যার প্রকোপে আশ্রয় ও খাদ্য সংকটের কারণে আমার হোটেলে অনেক মৌমাছি আসছে। আমার মনে হয় তারা খাদ্য সংকটে পড়েছে।

মধু সংগ্রহকারী আব্দুল জলিলের সঙ্গে কথা হলে তিনি জানান, এবার চরম হতাশায় রয়েছি। দুর-দুরান্তে হেটেও মৌমাছির দেখা মিলছে না। দু’দফা বন্যায় বিভিন্ন ফলাদি ও ফুলের বাগান ডুবে যাওয়ায় মৌমাছিরাই মধু পাচ্ছে না।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App