×

সারাদেশ

করোনাজয়ী সিএমপি কমিশনার প্লাজমা দানে আগ্রহী

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৩ জুন ২০২০, ০১:০৮ পিএম

করোনাজয়ী সিএমপি কমিশনার প্লাজমা দানে আগ্রহী

সিএমপি কমিশনার মো. মাহাবুবর রহমান

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার মো. মাহাবুবর রহমান করোনামুক্ত হয়েছেন। দ্বিতীয়বার নমুনা পরীক্ষার ফলাফলে তার রিপোর্ট নেগেটিভ এসেছে। করোনামুক্ত হয়ে তিনি করোনা আক্রান্ত রোগীকে বাঁচাতে প্লাজমা দিতে আগ্রহ প্রকাশ করেছেন। গতকাল সোমবার সিএমপি কমিশনার ভোরের কাগজকে বলেন, করোনা আক্রান্তের পর উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়ার চেষ্টা করা হলেও তিনি রাজি হননি। কোনো হাসপাতালেও ভর্তি হননি। বাসায় থেকে চট্টগ্রামের চিকিৎসকদের পরামর্শে ‘হালকা ওষুধ’ খেয়েই তিনি সেরে উঠেছেন। মূলত ‘মনে জোর থাকা’য় করোনা তাকে কাবু করতে পারেনি। সিএমপি কমিশনার আরো বলেন, ‘মানুষকে বলব করোনাকে ভয় পাবেন না, আতঙ্কিত হবেন না মনে জোর রাখুন। স্বাস্থ্যবিধি মেনে চলুন, তাহলে করোনা আপনাকে ভয় পাবে।’ তিনি বলেন, দ্বিতীয়বার নমুনা পরীক্ষা করা হলে রিপোর্ট নেগেটিভ এসেছে। রিপোর্ট নেগেটিভ এলেও চিকিৎসকের পরামর্শে বাসায় আইসোলেশনে থাকব। শিগগির পুরোদমে ফের কাজে যোগ দেব। আমার রক্তের গ্রুপ বি পজিটিভ। আমি পুরোপুরি করোনামুক্ত হয়ে করোনা আক্রান্ত রোগীকে বাঁচাতে প্লাজমা দিতে আগ্রহী।’ করোনা আক্রান্ত হয়ে বাসায় চিকিৎসাধীন থাকলেও এতদিন বাসা থেকেই কাজ করেছেন সিএমপি কমিশনার মো. মাহাবুবর রহমান। গুরুত্বপূর্ণ বিষয়ে দিকনির্দেশনা প্রদানসহ সার্বক্ষণিক দাপ্তরিক কাজের খোঁজখবর নিয়েছেন তিনি। করোনার শুরু থেকে মো. মাহাবুবর রহমানের নেতৃত্বে মানুষকে হোম কোয়ারেন্টিন নিশ্চিত করা থেকে শুরু করে আক্রান্ত রোগীদের হাসপাতালে ভর্তি, চিকিৎসকদের পরিবহন সুবিধা দিয়ে নানা কর্মকাণ্ডের কারণে প্রশংসিত হয়েছে সিএমপি। গত ৯ জুন নমুনা পরীক্ষা করানো হলে করোনা পজিটিভ বলে জানতে পারেন সিএমপি কমিশনার। তবে তিনি করোনা আক্রান্ত হলেও তার শরীরে জ্বর বা তেমন কোনো উপসর্গ ছিল না।  

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App