×

সারাদেশ

আখাউড়া স্থলবন্দরে ফের আমদানি-রপ্তানি শুরু

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৬ জুন ২০২০, ০১:২৫ পিএম

আখাউড়া স্থলবন্দরে ফের আমদানি-রপ্তানি শুরু
দেশের দ্বিতীয় বৃহত্তর রপ্তানিকারক ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে ফের আমদানি - রপ্তানি কার্যক্রম শুরু হয়েছে। টানা নয় দিন বন্ধ থাকার পর মঙ্গলবার সকাল থেকে আবারও বাণিজ্য কার্যক্রম শুরু হওয়ায় বন্দরের ব্যবসায়ী ও শ্রমিকদের মধ্যে প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে। আখাউড়া স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম জানান, সকালে ভোজ্যতেল রপ্তানির মধ্যদিয়ে বন্দরে বাণিজ্য কার্যক্রম শুরু হয়। পরে অন্যান্য পন্যবোঝাই ট্রাক এক এক করে ভারতে প্রবেশ করে। উল্লেখ্য ভারতীয় সীমান্তরক্ষী আটজন বিএসএফ সদস্য, একজন স্বাস্থ্যকর্মী ও একজন ভারতীয় ইমিগ্রেশন কর্মচারি করোনা পজেটিভ আসার খবরে ৭ জুন থেকে বন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ হয়ে যায়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App