×

সারাদেশ

ব্রহ্মপুত্র-জিঞ্জিরামের পানি বেড়ে নিম্নাঞ্চল প্লাবিত

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৮ জুন ২০২০, ০৬:০৮ পিএম

ব্রহ্মপুত্র-জিঞ্জিরামের পানি বেড়ে নিম্নাঞ্চল প্লাবিত

নিম্নাঞ্চল প্লাবিত। ছবি: ভোরের কাগজ।

ব্রহ্মপুত্র-জিঞ্জিরামের পানি বেড়ে নিম্নাঞ্চল প্লাবিত

প্লাবিত ফসলের জমি। ছবি: ভোরের কাগজ।

কুড়িগ্রাম জেলার রৌমারীতে কয়েকদিনের ভারি বর্ষণে ও ভারতীয় পাহাড়ী ঢলে ব্রহ্মপুত্র নদ ও জিঞ্জিরাম নদীতে পানি বৃদ্ধি পেয়েছে। ফলে ৬টি ইউনিয়নের প্রায় ২৫টি নিম্নাঞ্চল এলাকা প্লাবিত হয়েছে। এতে কৃষক হতাশায় ভুগছেন। সোমবার (৮ জুন) সকালে সরেজমিনে গিয়ে এসব চিত্র দেখা যায়।

ছয়টি ইউনিয়নের নিম্নাঞ্চলগুলো হলো- রৌমারী সদর ইউনিয়নে ছড়ারপাড়, জহনিরকুড়া, আমবাড়ী, বড়াইবাড়ী, চুলিয়ারচর, চৎলারছড়া, ওকড়াকান্দা, চান্দারচর, চরইজলামারী, ঝাউবাড়ি, ভুন্দুরচর, বেহুলারচর, মোলারচর, কাউনিয়ারচরসহ আরো অনেক নিচু এলাকায়।

[caption id="attachment_224592" align="aligncenter" width="687"] প্লাবিত ফসলের জমি। ছবি: ভোরের কাগজ।[/caption]

বোরো ধান কাটা শেষ না হতেই বৃষ্টির পানিতে তলিয়ে যায় নিম্নাঞ্চল। তবে অনেক কৃষককেই পানির মধ্যেই ধান কাটতে দেখা গেছে। কাটা ধান ও গরুর খাদ্য নিয়েও বিপাকে পড়েছেন কৃষকরা।

রৌমারী উপজেলা কৃষি অফিসার শাহরিয়ার হোসেন জানান, ভারি বর্ষণে অনেক ফসলি জমি তলিয়ে গেলেও কৃষকের তেমন ক্ষতি হয়নি। বেশির ভাগ কৃষক আগেই ধান কেটে ফেলেছে। তবে অনেক কৃষকের ধান ও গরুর খাদ্য খড় শুকাতে না পেরে কিছুটা সমস্যায় আছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App