×

সারাদেশ

কি ভয়াবহ চিত্র, ভাবাই যায় না!

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৮ জুন ২০২০, ০২:৪৭ পিএম

কি ভয়াবহ চিত্র, ভাবাই যায় না!

সরকারি অনুদান বিতরণে মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি। ছবি: প্রতিনিধি।

কি ভয়াবহ চিত্র, ভাবাই যায় না!

ছবি: প্রতিনিধি

ভোলায় করোনা ভাইরাসের বৈশ্বিক মহামারিতে স্বাস্থ্য বিধি না মেনেই বিতরণ করা হচ্ছে সরকারি অনুদান। সোমবার (৮ জুন) ভোলা সদর উপজেলার বাপ্তা ইউনিয়ন পরিষদের কম্পাউন্ডে এই চিত্র দেখা যায়। সেখানে সমাজসেবা অধিদপ্তরের অধীনে বয়স্ক ও বিধবাদের জন্য সরকারি অনুদানের টাকা বরাদ্ধ করা হয়। বরাদ্ধ অনুদান নেয়ার ক্ষেত্রে মানা হচ্ছে না সরকারি স্বাস্থ্য বিধি। উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন বলেন, আমরা চেষ্টা করছি, সামাজিক দুরত্ব বজায় রেখে অনুদান বিতরণ করতে। আসলে গ্রামের এই গরীব মানুষগুলো কিছুতেই মানছেন না স্বাস্থ্য বিধি। আমরা ভবিষ্যতে স্বাস্থ্য বিধি মেনে কীভাবে অনুদানের অর্থ বরাদ্ধ করা যায় সে দিকে দৃষ্টি রাখবো। [caption id="attachment_224551" align="aligncenter" width="700"] ছবি: প্রতিনিধি[/caption] এ বিষয়ে পরিষদের চেয়ারম্যান ইয়ানুর রহমান বিপ্লব মোল্লা জানান, নৌ-বাহিনী ও ম্যাজিস্ট্রেট দিয়ে ও আমরা চেষ্টা করছি স্বাস্থ্য বিধি মানার জন্য। কিন্তু মানুষ কিছুতেই সরকারি স্বাস্থ্য বিধি মানছেন না। এই অবস্থায় আমি জেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি। জেলা প্রশাসক মাসুদ আল সিদ্দিকির সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলেও মুঠোফোনে তাকে পাওয়া যায়নি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App