×

সারাদেশ

অবহেলিত বালিয়াতলী খেয়াঘাটের সংস্কার কাজ শুরু

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৩ জুন ২০২০, ০৮:০৬ পিএম

অবহেলিত বালিয়াতলী খেয়াঘাটের সংস্কার কাজ শুরু

ছবি: প্রতিনিধি

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার বালিয়াতলী খেয়াঘাটের সংস্কার কাজ শুরু হয়েছে। সোমবার (১ মে) থেকে ঘাটের কাজ শুরু হওয়ায় উপজেলাবাসী স্থানীয় প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। বিভিন্ন গনমাধ্যম ও অনলাইন পোর্টালে বালিয়াতলী খেয়াঘাটের পল্টুনের সিড়ি জোয়ার ভাটার পানিতে ডুবে যাওয়া ও যাত্রীদের দুভোর্গের চিত্রসহ সংবাদ প্রকাশের পর বিষয়টি স্থানীয় প্রশাসনের নজরে আসলে ঘাটের সংষ্কার কাজের উদ্যোগ নেয়া হয়।

সরেজমিনে গিয়ে জানা যায়, উপজেলার অত্যন্ত গুরুত্বপূর্ণ এ খেয়াঘাট দিয়ে কয়েকটি ইউনিয়নের প্রায় হাজার হাজার মানুষ প্রতিদিন যাতায়াত করে। দীর্ঘদিন ধরে এ ঘাটটি অবহেলিত ছিলো। সামান্য জোয়ারের পানিতে ঘাটের পল্টুনের সিড়িটি তলিয়ে যেত। এতে সাধারণ মানুষসহ অসুস্থ্ রোগী ও বয়বৃদ্ধদের চরম ভোগান্তিতে পড়তে হতো।

লালুয়া ইউনিয়ন থেকে আগত একযাত্রী মো. জবির মাতব্বর বলেন, আগে আমাদের উপজেলা সদরে যেতে অনেক ভোগান্তি পোহাতে হতো। আমাদের জোয়ার ও ভাটার সময় মাথায় রেখে উপজেলা সদরে যাতায়াত করতে হতো। এখন ঘাটের সংষ্কার কাজ করায় আমাদের অনেক সুবিধা হয়েছে।

বালিয়াতলী খেয়া ঘাটের ইজারাদার মো. মুসা হাওলাদার বলেন, এ ঘাটটি দীর্ঘদিন ধরে অবহেলিত থাকায় যাত্রীদের চরম ভোগান্তিতে পরতে হতো। সামান্য জোয়ার আসলেই ঘাটের পল্টুনের সিড়ি কোমড় সমান পানির নিচে তলিয়ে যেতো।

এ বিষয়ে কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু হাসনাত মোহাম্মাদ শহিদুল হক বলেন, দীর্ঘদিন ধরে বালিয়াতলী খেয়া ঘাটের পল্টুনের সিড়িটি অত্যন্ত নাজুক অবস্থায় ছিলো। ঘূর্ণিঝড় আমফানের তাণ্ডবে আরো খারাপ হয়ে যায়। সাধারণ মানুষের চলাচলের অসুবিধার কথা চিন্তুা করে এলজিআরডি,র অর্থায়নে আমরা ঘাটটি মেরামতের কাজে হাত দিয়েছি। ভবিষ্যতে উপজেলার যেকোনো সমস্যার দ্রুত সমাধান দেয়া হবে বলেও জানান তিনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App