×

সারাদেশ

রংপুরে ওয়েলথ গ্রুপ ইন্ডাষ্ট্রিজে চাঁদাবাজদের হুমকি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৯ মে ২০২০, ০৬:০২ পিএম

রংপুরে ওয়েলথ গ্রুপ ইন্ডাষ্ট্রিজে চাঁদাবাজদের হুমকি

ছবি: প্রতিনিধি

রংপুরের অয়েল গ্রুপ ইন্ডাস্ট্রিজ লিমিটেড চাঁদাবাজিতে যোগ হয়েছে নতুন মাত্রা। চাঁদাবাজরা এবার গ্রীন অয়েল এন্ড পোল্ট্রি ফিড ইন্ডাস্ট্রিজের জমি জবরদখলের অপচেষ্টায় লিপ্ত রয়েছে। প্রতিকারের থানা ও আদালতে মামলা হয়েছে। মামলার দীর্ঘসূত্রিতা প্রতিকার বঞ্চিত শিল্পমালিক ভুগছেন চরম হতাশায়। 'দ্রুত স্থায়ী আইনি প্রতিকার না পেলে কোম্পানিটি বন্ধ করতে হবে' জানিয়েছেন কোম্পানির চেয়ারম্যান মো. শাহিদুল ইসলাম। জীবিকা নিয়ে শঙ্কিত রয়েছেন শ্রমিক-কর্মচারীরাও। ওয়েল গ্রুপ ইন্ডাস্ট্রিজ এর মালিক মো. শাহিদুল ইসলাম অনগ্রসর রংপুর মহানগরীর উত্তম হাজির হাট এলাকায় প্রায় ১০ একর জমি কিনে ২০১১ সালে প্রতিষ্ঠা করেন আরমান কোল্ড স্টোরেজ। শিল্পের সম্প্রসারণ ঘটাতে সেখানে ২০১৪ সালে প্রতিষ্ঠা করেন গ্রীন অয়েল এন্ড পোল্ট্রি ফিড ইন্ডাস্ট্রি। কর্মসংস্থানের সুযোগ হয় স্থানীয় পাঁচশো বেকার লোকের। কোম্পানি কর্তৃপক্ষ জানান, রংপুর সিটি করপোরেশনের অনুমোদন সাপেক্ষে একটি ট্রেন কোম্পানির নিজ অর্থায়নে নির্মিত হয়। যা গত বছরের ৮ অক্টোবর রংপুর সিটি কর্পোরেশনের স্থানীয় মহিলা কাউন্সিলর নাসিমা আমিন চাঁদার দাবিতে বন্ধ করে দেন। এ বিষয়ে থানা আদালতে মামলাও হয়। সে সাথে বিষয়টি রংপুর সিটি কর্পোরেশন মেয়র ও স্থানীয় প্রশাসনকেও অবহিত করা হয়। হলে গত বছরের ১৪ অক্টোবর স্থানীয় মহিলা কাউন্সিলর নাসিমা আমিন ভুল স্বীকার করে ভবিষ্যতে এমন কাজ না করতে নন-জুডিশিয়াল স্ট্যাম্পে মুসলেকা দেন। কিন্তু কিছুদিন পরেই আবারো তার হুমকি অব্যাহত থাকে। কোম্পানি কর্তৃপক্ষ আরো জানান, শিল্পের অধিক সম্প্রসারনের সম্প্রতি শিল্পপতি মো. শাহিদুল ইসলাম সেখানে আরো ১শত একর অষ্টআশি শতক জমি কিনেন। স্থানীয় চাঁদাবাজ সন্ত্রাসীরা কৌশল পাল্টিয়ে গত ১৭ এপ্রিল ৪শতক জমি জবরদখলের চেষ্টা চালায়। কলে মহানগরীর হাজিরহাট থানায় নজরুল ইসলাম (৫০), লিটন মিয়া (২৪), মতিউর রহমান (৩৫)। এতে চাঁদাবাজরা ক্ষিপ্ত হয়ে কোম্পানি বন্ধের হুমকি দেয়। কোম্পানির সামগ্রিক পরিস্থিতি নিয়ে আরমান কল রেস্টুরেন্ট ও গ্রীন অয়েল এন্ড পোল্ট্রি ফিড ইন্ডাস্ট্রিজের মালিক আলহাজ্ব মোঃ সাইদুল ইসলাম বলেন, অব্যাহত লোকসানে ও চিন্তা নিয়ে কোম্পানি চালানো সম্ভব হচ্ছে না। দ্রুত আইনানুগ প্রতিকার না পেলে কোম্পানি বন্ধ করতে হবে। এ বিষয়ে রংপুর মহানগরীর হাজিরহাট থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজার রহমান জানান, সাম্প্রতিক অভিযোগের ঘটনা তদন্তে সত্যতা পাওয়া গেছে। ফলে অভিযুক্ত তিনজনের বিরুদ্ধে নয়নের মামলা হয়েছে। আদালত এই সমস্যার সমাধান দেবে। শিল্প প্রতিষ্ঠানের কার্যক্রম অব্যাহত রয়েছে। অভিযোগের বিষয়ে জানতে চাইলে মহানগরের মহিলা কাউন্সিলর নাসিমা আমিন হুমকির অভিযোগ অস্বীকার করেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App