×

সারাদেশ

লকডাউন ভেঙে বাজারে শতশত মানুষ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৯ এপ্রিল ২০২০, ১২:০১ পিএম

লকডাউন ভেঙে বাজারে শতশত মানুষ

ঝিনাইগাতী

শেরপুরের ঝিনাইগাতীতে লকডাউন ভেঙে হাট বাজারগুলোতে শুরু হয়েছে লোকসমাগম। রোববার (১৯ এপ্রিল) উপজেলা সদরে জনতার ঢল নামে। শতশত মানুষের পাশাপাশি ইজিবাইকের দখলে চলে যায় সদরের রাস্তাগুলো। কেউ মানছে না কোনো সামাজিক দূরত্ব।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর ছিদ্দিক করোনায় আক্রান্ত হয়েছেন। অন্যরাও রয়েছেন হোমকোয়ারেন্টাইনে। এ কারণে পুলিশের উপস্থিতিও চোখে পড়েনি। অবাধ জনসমাগমে উদ্বেগ প্রকাশ করে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ জসিম উদ্দিন বলেন, অবাধ জনসমাগম বন্ধ করা না গেলে করোনা সংক্রমণের ঝুঁকি থেকে রক্ষা করা কঠিন হয়ে পড়বে।

বুধবার (১৫ এপ্রিল) করোনা সংক্রমণ মোকাবেলায় শেরপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে জেলায় লকডাউন ঘোষণা করা হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App