×

সারাদেশ

মাঠ ভরে ইরি-বোরো ধানের সবুজ সমারোহ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১১ এপ্রিল ২০২০, ০৬:২৯ পিএম

মাঠ ভরে ইরি-বোরো ধানের সবুজ সমারোহ

ধান চাষ। ছবি: ভোরের কাগজ।

আত্রাইয়ের মাঠে বর্তমানে ইরি-বোরো ধানের সবুজ সমারোহ। উপজেলায় ৮টি ইউনিয়নে দিগন্ত জুড়ে ইরি-বোরো ধানের সবুজ রঙে ভরা মাঠ। চলতি ইরি-বোরো মৌসুমে ধানের ভালো ফলনের আশা করছেন চাষিরা।

স্থানীয় কৃষি বিভাগের পরামর্শে আধুনিক পদ্ধতিতে আগাম ধান চাষ করায় কোনো প্রাকৃতিক দূর্যোগ এখন পযর্ন্ত হানা না দেয়ায় উপজেলায় ইরি-বোরো ধানে সবুজে ভরা মাঠে এখন দোল খাচ্ছে ধানের গাছ। আত্রাই  কৃষি বিভাগ বলছে, চলতি মৌসুমে বাম্পার ফলনের সম্ভবনা রয়েছে।

আত্রাই কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি বছরে উপজেলার ৮টি ইউনিয়নে প্রায় ১৪ হাজার ৫শ হেক্টর জমিতে ইরি-বোরা ধান চাষের লক্ষমাত্র নির্ধারণ করা হলেও চাষ হয়েছে ১৬ হাজার ৬শ হেক্টর জমিতে। আবহাওয়া অনুকূলে থাকায় সঠিক সময়ে চারা লাগানো নিবিড় পরিচর্যা, নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ, যথা সময়ে সেচ দেওয়া ও সার সংকট না থাকায় উপজেলায় চলতি মৌসুমে ইরি-বোরো ধানের বাম্পার ফলনের সম্ভাবনা রয়েছে। আগামী এক সপ্তাহের মধ্যে বৃষ্টিপাত হলে রোগ বালাই অনেকাংশে থাকবে না।

উপজেলা কৃষি অফিসের ব্যবস্থাপনায় পরিবেশের ভারসাম্য রক্ষায় রাসায়নিক ও কীটনাশক ব্যবহারে কৃষকদের নিরুৎসাহিত করছেন মাঠ পর্যায়ে থাকা উপ-সহকারী কৃষি কর্মকর্তারা । আইপিএম (বালাই সমন্বিত শস্য ব্যবস্থাপনা) ক্লাবের মাধ্যমে আলোক ফাঁদে এবং বোরো ক্ষেতে পার্চিং দিয়ে পোকা নিধনে কৃষকদের উৎসাহিত করায় রোগবালাই এ বছর কম দেখা যাচ্ছে। ইতোমধ্যেই ধানে শীষ আসতে শুরু করেছে।

উপজেলার হাতিয়াপাড়া  গ্রামের কৃষক মোঃ খলিল জানান, আমি চলতি ইরি-বোরো মৌসুমে ১০বিঘা জমিতে ধান চাষ করেছি। কোনো ধরণের দুর্যোগ না ঘটলে বিগত বছরগুলোর তুলনায় এ বছর ধানের ফলন বেশি হবে বলে আশা করছি। কাটা-মাড়াই মৌসুমে ধানের দর ভাল পেলে কিছুটা লাভবান হওয়ার সুযোগ রয়েছে তবে বর্তমান পরিস্থিতিতে ধান কাটা লোক নিয়ে চিন্তিত। তারপরও কয়েক দিন ধরে কালবৈশাখী ঝড়ের  আতঙ্কে রয়েছি।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ কেএম কাউছার জানান, চলতি মৌসুমে উপজেলায় লক্ষ্যমাত্রার চেয়ে বেশি ধান চাষ হয়েছে। শুরু থেকেই কৃষি বিভাগের পক্ষ থেকে কৃষকদেরকে সঠিক সময়ে চারা লাগানো, নিবিড় পর্যবেক্ষণ, সার ও কীটনাশক প্রয়োগের পরামর্শ দেওয়া হচ্ছে। শেষ পর্যন্ত আবহাওয়া অনুকূলে থাকলে উপজেলায় ইরি-বোরো ধানের বাম্পার ফলনের সম্ভাবনা রয়েছে। মাঠ পর্যায়ে আমার লোকজন কৃষকের সাথে ধান ঠিক রাখার লক্ষ্যে প্রয়োজনীয় সকল ধরণের পরামর্শ দিয়ে যাচ্ছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App