×

সারাদেশ

কোচিং সেন্টার খোলা রাখায় ২০ হাজার টাকা জরিমানা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৯ মার্চ ২০২০, ০৩:০০ পিএম

কোচিং সেন্টার খোলা রাখায় ২০ হাজার টাকা জরিমানা

কোচিং সেন্টারে ক্লাস নেয়া হচ্ছে শিক্ষার্থীদের। ছবি: ভোরের কাগজ।

চট্টগ্রামের আনোয়ারায় জয়কালি বাজারে সরকারের নির্দেশ অমান্য করে দুটি কোচিং সেন্টার খোলা রাখায় ২০ হাজার টাকা জরিমানা করেছে  ইউএনও।

বৃহস্পতিবার (১৯ মার্চ) সকাল ১১টায় আনোয়ারা উপজেলার জয়কালী বাজারে অভিযান চালিয়ে দুই কোচিং সেন্টারকে জরিমানা করেন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ জুবায়ের আহমেদ। এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার ফেরদৌস হোসেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জামিরুল ইসলাম।

নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ জোবায়ের আহমেদ বলেন, সরকারি নির্দেশ অমান্য করে কোচিং সেন্টারগুলো খোলা রাখার কারণে দুইটি কোচিং সেন্টারকে বিশ হাজার টাকা জরিমানা ও বন্ধের নির্দেশ দেয়া হয়। যেসব কোচিং সেন্টার নির্দেশ অমান্য করবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

এরআগে করোনা ভাইরাসের সংক্রমণ থেকে শিক্ষার্থীদের সুরক্ষার জন্য মন্ত্রী পরিষদ সভায় আগামী ৩১ মার্চ পর্যন্ত দেশের সরকারি-বেসরকারি সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের নির্দেশ দেয়া হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App