×

সারাদেশ

পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের অভিযান অব্যাহত

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০১ মার্চ ২০২০, ১০:৪৪ এএম

পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের অভিযান অব্যাহত
পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের অভিযান অব্যাহত
পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের অভিযান অব্যাহত
পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের অভিযান অব্যাহত রয়েছে। বন বিভাগের বন কর্মকর্তাদের অভিযানে গত দুই অর্থ বছরে ১৫ হাজার ঘনফুট কাঠ আটক এবং ৮৮ টি মামলার দায়ের করে জেল জরিমানাসহ সরকারি কোষাগারে প্রায় আড়াই কোটি টাকা জমা প্রদান সহ ৩৫ টিরও বেশী স্থল ও নৌযান আটক করেছে। এর মধ্যে উল্লেখ্য সরকারি রিজার্ভ ফরেষ্ট থেকে কাঠ চুরির দায়ে বন বিভাগের করা মামলায় রাঙ্গামাটি কাপ্তাই উপজেলার ভাইস চেয়ারম্যান মোঃ নাছির সহ ২ জনকে ৩ বছরের কারাদণ্ড ও ৩০ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। রাঙ্গামাটি দক্ষিণ বন বিভাগের বিভিন্ন রেঞ্জের ২৬০ মামলায় বিভিন্ন আসামী রয়েছে। পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের রাঙ্গামাটি সদর রেঞ্জের কর্মকর্তা মোঃ মোশাররফ হোসেন এর নেতৃত্বে আগষ্ট ২০১৯ হতে জানুয়ারি ২০২০ পর্যন্ত তার মধ্যে ২৬০ মামলার মধ্যে ৮২ টি মামলা নিস্পত্তি করে আসামীদের বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করা হয়েছে। যার উল্লেখ্য যোগ্য মামলার মধ্যে কাপ্তাই উপজেলার ভাইস চেয়ারম্যান মোঃ নাসির ও আওয়ামী যুবলীগ নেতা সহ ২ জনকে ৩ বছরের কারাদণ্ড ও ৩০ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। এই উল্লেখযোগ্য মামলা পরিচালনা করতে গিয়ে বিভিন্ন ভাবে হুমকি, চক্ষু রাগানী সহ বিভিন্ন ভয়ভীতি প্রদান করা হয়েছে। তা উপেক্ষা করে মামলা পরিচালনার মাধ্যমে আসামীদের সাজা প্রদান সহ সরকারের সরকারি বন রক্ষায় মানুষের মাঝে সচেতনতা বাড়ানো হয়েছে। রাঙ্গামাটি দক্ষিণ বন বিভাগের সদর ফরেষ্ট রেঞ্জার মোঃ মোশাররফ হোসেন জানান, রাঙ্গামাটি বন বিভাগের বিভাগীয় কর্মকর্তার নির্দেশে রাঙ্গামাটি বিভিন্ন এলাকায় অভিযান অব্যাহত রয়েছে। সংক্ষিপ্ত জনবল নিয়ে রাঙ্গামাটির দুর্গম এলাকা গুলোতে নিয়মিত টহল ও বন পাহাড়ার মাধ্যমে সরকারের বনাঞ্চল রক্ষা করে যাওয়ার চেস্টা চলছে। তিনি বলেন, সদর রেঞ্জ ২০১৮-২০১৯ অর্থ বৎসরে পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের সদর রেঞ্জ রাঙ্গামাটির বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মুল্যবান সেগুন, গামারী, করই, গোদা, কাঠাল সহ বিভিন্ন প্রজাতির প্রায় ৬২৯০ টুকরায় ১২ হাজার ৯৩৭ ঘনফুট কাঠ আটক করেছে যার আনুমানিক বাজার মুল্য দেড় কোটি টাকারও বেশি। এছাড়াও রাঙ্গামাটি সদর রেঞ্জ এলাকায় অভিযান চালিয়ে ট্রাক, মিনি ট্রাক, ও ট্রলার সহ মোট ১৫ টি যান ও নৌযান আটক করা হয়েছে। তার বিপরীতে বন মামলা দায়েন করা হয়েছে ৫৭টি। এর মধ্যে বেশী কিছু বন মামলা মামলা খারিজ করে বেশ কয়েকজন আসামীকে সাজা প্রদান করা হয়েছে। এদিকে রাঙ্গামাটির সদর রেঞ্জের বিভিন্ন বিট এলাকায় অভিযান চালিয়ে ২০১৯-২০২০ অর্থ বছরে মুল্যবান সেগুন, গামারী, করই, গোদা, কাঠাল সহ বিভিন্ন প্রজাতির প্্রায় ৩৬৭৬ টুকরায় ৮ হাজার ৮৫৬ ঘনফুট কাঠ আকট করেছে যার আনুমানিক বাজার মুল্য ১ কোটি টাকারও বেশি। এছাড়া বিভিন্ন ট্রাক, মিনি ট্রাক, ট্রলার সহ মোট ১৫ যান আটক করা হয়েছে। এই অভিযান গুলোতে প্রায় ৩১ টি বন মামলা দেয়া হয়েছে। যার বেশ কিছু মামলায় আসামীরা সাজা পেয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App