×

সারাদেশ

রাণীনগরে পিতার অভিযোগে পুত্রের কারাদণ্ড

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৫ ফেব্রুয়ারি ২০২০, ০৫:২৮ পিএম

রাণীনগরে পিতার অভিযোগে পুত্রের কারাদণ্ড

প্রতীকী ছবি।

নওগাঁর রাণীনগরে পিতার অভিযোগে সুমন হোসেন (২৪) নামে এক যুবককে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) বিকেলে রাণীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমান আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: আল মামুন এই সাজা প্রদান করেন।

আদালত সুত্র জানায়, রাণীনগর উপজেলার সিলমাদার গ্রামের জামসেদ আলীর ছেলে সুমন হোসেন দীর্ঘ দিন ধরে বাবা-মা ও পরিবারের লোকজনের উপর বিভিন্নভাবে বল প্রয়োগ করে ভয়ভীতি, অত্যাচার ও নির্যাতন করে আসছিল। এছাড়া কারণে অকারনে বাড়ীর আসবাবপত্র ভাংচুর করে ক্ষতি সাধন করে। এতে ভয়ে, আতংকে বাড়ী ছাড়া হয়ে থাকতে হয় বাবা-মাকে। সোমবার রাতেও সুমন পরিবারের লোকজনের উপর চড়াও হয় এবং আসবাবপত্র ভাংচুর করে। কোনো ভাবেই ছেলেকে সামলাতে না পেরে অতিষ্ট হয়ে অবশেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার দ্বারস্থ হয়ে অভিযোগ করেন পিতা জামসেদ আলী।

রাণীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমান আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: আল মামুন বলেন, পিতার অভিযোগের প্রেক্ষিতে অভিযান চালিয়ে মঙ্গলবার দুপুরে ছেলে সুমনকে আটক করে ভ্রাম্যমান আদালতে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App