×

সারাদেশ

রামগঞ্জে সওজের সম্পত্তিতে পেট্রোল পাম্প নির্মাণ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৪ ডিসেম্বর ২০১৯, ০১:২৬ পিএম

রামগঞ্জে সওজের সম্পত্তিতে পেট্রোল পাম্প নির্মাণ
লক্ষ্মীপুরের রামগঞ্জ-ঢাকা মহাসড়কে আলীপুরে সড়ক ও জনপদের সম্পত্তি ভরাট করে পেট্রোল পাম্প নির্মানের অভিযোগ উঠেছে সিটি ওয়েল ও আল বারাকা পরিবহনের চেয়ারম্যান রফিকুল ইসলামের বিরুদ্ধে। সুত্রে জানায়,উপজেলার ৭নং দরবেশপুর ইউনিয়নের আলীপুর বাজার সংলগ্ন সড়ক ও জনপদের প্রায় দুই একর সম্পত্তি সিটি ওয়েল ও আল বারাকা পরিবহনের চেয়ারম্যান রফিকুল ইসলাম গত এক সপ্তাহ থেকে বালি দিয়ে ভরাট করা শুরু করেছেন। উপজেলা সড়ক ও জনপদের উপ-সহকারী প্রকৌশলীসহ সংশ্লিষ্ট কর্তাকর্তারা খবর পেয়ে গঠনাস্থলে উপস্থিত হলেও অজ্ঞাত কারণে নিরব ভূমিকায় তাদের অবস্থান। জমি ভরাটের বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত রফিকুল ইসলাম বলেন,সড়ক ও জনপদ থেকে লীজ নিয়ে এবং প্রশাসনসহ সংশ্লিষ্টদের সাথে দেখা করে অনুমতি নিয়ে পেট্রোল পাম্প নির্মাণ করতে জলাশয়টি ভরাট করছি। রামগঞ্জ উপজেলা সড়ক ও জনপদের উপ-সহকারী প্রকৌশলী মোঃ কাউছার আহমেদ জানান, সম্পত্তিতে বালু ফেলে ভরাট করার সংবাদ পেয়ে সরেজমিনে যাই। কিন্তু উর্ধ্বতন কতৃপক্ষের নির্দেশ না পাওয়া ব্যবস্থা নিতে পারি নাই। ম্যানেজ হওয়ার বিষয়টি সঠিক নয়। লক্ষ্মীপুর জেলা সড়ক ও জনপদের নির্বাহী প্রকৌশলী সুব্রত দত্ত বলেন, প্রকাশ্যে দিবালোকে সম্পত্তি দখল ও ৫/৬দিন যাবত বালু দিয়ে ভরাট করে পেট্রোল পাম্প নির্মানের প্রস্তুতি চলছে। আমার উপ-সহকারী গঠনস্থলে সরেজমিনে গিয়ে সত্যতা পেয়েও আমাকে জানানি। দখলকারীর বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। রামগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মুনতাসিন জান্নাত বলেন, বিষয়টি আমি জানিনা। এর পরেও যদি সড়ক ও জনপদের কতৃপক্ষ আমার কাছে আইনগত সহযোগীতা চাইলে ব্যবস্থা নেওয়া হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App