×

সারাদেশ

দেবিদ্বারে স্বতন্ত্র প্রার্থীকে জাতীয় পার্টির সমর্থন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৭ ডিসেম্বর ২০২৩, ১০:২৫ পিএম

দেবিদ্বারে স্বতন্ত্র প্রার্থীকে জাতীয় পার্টির সমর্থন

ছবি: ভোরের কাগজ

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের ঈগল প্রতীকের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী ও কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মো. আবুল কালাম আজাদকে সমর্থন দিয়েছেন দেবিদ্বার উপজেলা জাতীয় পার্টির একাংশের নেতা-কর্মীরা।

বুধবার (২৭ ডিসেম্বর) বিকেলে জাতীয় পার্টির কেন্দ্রীয় সম্মেলন প্রস্তুতি কমিটির যুগ্ম আহবায়ক অধ্যাপক ইকবাল হোসেন রাজুর নেতৃত্বে একটি নির্বাচনী পথসভায় কুমিল্লা উত্তর জেলা ও দেবিদ্বার উপজেলার প্রায় কয়েক হাজার নেতাকর্মী ফুলের তোড়া দিয়ে সমর্থন দেন তাকে।

এ আসনে জাতীয় পার্টি একাংশের চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের (জিএম কাদের) মনোনীত লাঙ্গল প্রতিকে নির্বাচন অংশ নিয়েছেন কেন্দ্রীয় জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট ইউসুফ আজগর।

পথসভা বক্তব্যে অধ্যাপক ইকবাল হোসেন রাজু বলেন, জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক ও সংসদের বিরোধী দলীয় নেতা রওশন এরশাদের নির্দেশে কুমিল্লা-৪ আসনের স্বতন্ত্র প্রার্থী মো. আবুল কালাম আজাদকে ঈগল প্রতীককে সমর্থন দেওয়া হয়েছে। দেবিদ্বার থেকে দু:শাসনের কবর রচনা করতে ঈগল প্রতীকের প্রয়োজন। ঈগল মার্কা প্রধানমন্ত্রী শেখ হাসিনার মার্কা, দেবিদ্বার থেকে দুর্নীতি, মাদক, সন্ত্রাস বন্ধ করতে আগামী ৭ জানুয়ারি সবাইকে ঈগল প্রতিকে ভোট দেওয়ার অনুরোধ জানাচ্ছি।

স্বতন্ত্র প্রার্থী মো. আবুল কালাম আজাদ জাতীয় পার্টি নেতা-কর্মীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, আপনারা আমার পাশে এসে দাঁড়িয়েছেন, আমি আমার জীবন দিয়ে হলেও আপনাদের মূল্যায়ন করব। আগামীর দেবিদ্বার উন্নত, স্মার্ট দেবিদ্বার হিসেবে গড়ে তুলতে আপনাদের একটি করে ভোট দরকার। আপনাদের ভোট হবে অন্যায়ের বিরুদ্ধে, সন্ত্রাস ও চাঁদাবাজদের বিরুদ্ধে। ইনশাল্লাহ আগামী ৭ জানুয়ারি ভোটযুদ্ধে ঈগল প্রতীকের বিজয় নিশ্চিত হবে।

পথসভায় আরও উপস্থিত ছিলেন, দেবিদ্বার পৌর আওয়ামীলীগের সভাপতি মো. আবুল কাশেম সওদাগর, কুমিল্লা উত্তর জেলা জাতীয় পার্টি সম্মেলন প্রস্তুতি কমিটি সদস্য সচিব মোসলেহ উদ্দিন মোল্লা, দেবিদ্বার উপজেলা জাতীয় পার্টির আহবায়ক জাভেদ আহমেদ নবী, যুগ্ম আহবায়ক ফরিদ উদ্দিন, মুজিবুর রহমান সরকার, আবুল কালাম আজাদ, কেন্দ্রীয় সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য আবদুল আওয়াল সরকার, দেবিদ্বার পৌর জাতীয় পার্টি আহবায়ক মনিরুল ইসলাম ভূঁইয়া প্রমুখ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App