×

সারাদেশ

৩ দিনের আন্তর্জাতিক শিশুসাহিত্য উৎসব ঈশ্বরদীতে সম্পন্ন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৪ ডিসেম্বর ২০২৩, ০৮:০৮ পিএম

৩ দিনের আন্তর্জাতিক শিশুসাহিত্য উৎসব ঈশ্বরদীতে সম্পন্ন

ঢাকায় শুরু হওয়া আন্তর্জাতিক শিশুসাহিত্য উৎসব রবিবার পাবনার ঈশ্বরদীতে শেষ হয়েছে। ছবি: ভোরের কাগজ

ঢাকায় শুরু হওয়া আন্তর্জাতিক শিশুসাহিত্য উৎসব পাবনার ঈশ্বরদীতে শেষ হয়েছে। রবিবার (২৪ ডিসেম্বর) বিকেলে এ  উৎসব শেষ হয়। এ উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা, উদ্বোধন, ছড়াপাঠ, সেমিনার ও সাংস্কৃতিক অনুষ্ঠানে রবিবার ঈশ্বরদীর চরগড়গড়ি চরনিকেতনে শিশু সমাবেশ ও দেশ-বিদেশের নানা ভাষী শিশুসাহিত্যিকদের মিলনমেলায় পরিণত হয়। বঙ্গবন্ধু জন্ম-শতবর্ষ আন্তর্জাতিক পর্ষদের উদ্যোগে বাংলাদেশ শিশু একাডেমি ও চরনিকেতন কাব্যমঞ্চ যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানমালার মধ্যে ছিল গত শুক্রবার বাংলাদেশ শিশু একাডেমি চত্বরে উদ্বোধন, শনিবার রাজধানীর ধানমন্ডিতে বঙ্গবন্ধু ভবনে, টিএসসি ও জাতীয় স্মৃতিসৌধে বিভিন্ন কর্মসূচী এবং রবিবার দিনভর ঈশ্বরদীর চরনিকেতন কাব্যমঞ্চে সমাপনী অনুষ্ঠান। রবিবার এই উৎসবের সমাপণী দিনে চরনিকেতন কাব্যমঞ্চে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শিশুসাহিত্যিক কাইজার চৌধুরী। চরনিকেতন কাব্যমঞ্চের প্রতিষ্ঠাতা কবি মজিদ মাহমুদের সভাপতিত্বে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য দেন- শিশুসাহিত্যিক কবি আসলাম সানী, সৌদি আরবের কবি নাসির আল শেখ, কবি বাপ্পি রহমান, অ্যাডভোকেট কবি শিমুল পারভিন, ছড়াকার আব্দুল গণি মিয়া, ছড়াকার খালেক মাহমুদ, হেনা খান, গোলাম মোস্তফা সিদ্দিকী, চারণ কবি বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেক বিশ্ববাস, কবি নিন্দুক বিশ্বাস, আলমগীর কবির হৃদয়, কামরুন্নাহার শিল্পী, লতিফ জোয়ার্দার, রেহানা সুলতানা শিল্পী, ঈশ্বরদী প্রেসক্লাবের সভাপতি মোস্তাক আহমেদ কিরণ, সাংবাদিক মাহাবুবুল হক দুদু, সেলিম সরদার, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সিরাজুল ইসলাম মামুন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App