×

সারাদেশ

ফরিদপুরে নতুন শিক্ষা কারিকুলামের শিক্ষক প্রশিক্ষণ উদ্বোধন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২০ ডিসেম্বর ২০২৩, ০৪:৫৯ পিএম

ফরিদপুরে নতুন শিক্ষা কারিকুলামের শিক্ষক প্রশিক্ষণ উদ্বোধন

ফরিদপুরের সদরপুরে ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক (এনসিএফ) এর অধীনে বিষয়ভিত্তিক শিক্ষক প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ মোরাদ আলী। ছবি: ভোরের কাগজ

ফরিদপুরের সদরপুরে ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক (এনসিএফ) এর অধীনে বিষয়ভিত্তিক শিক্ষক প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। বুধবার (২০ ডিসেম্বর) সদরপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে বিশ্বজাকের মঞ্জিল সরকারি উচ্চ বিদ্যালয়ে ৭ দিনব্যাপী এ প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ মোরাদ আলী।

শিক্ষক প্রশিক্ষণ কার্যক্রমে ৩০ জন মাষ্টার ট্রেইনারদের মাধ্যমে সদরপুর ও চরভদ্রাসন উপজেলার মোট ৪৮৩ জন বিষয়ভিত্তিক শিক্ষককে নতুন জাতীয় কারিকুলামের অন্তর্ভুক্ত ৮ম ও ৯ম শ্রেণীর পাঠ্যভুক্ত ১০টি বিষয়ের উপর প্রশিক্ষণ দেয়া হবে। সদরপুর উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মোফাজ্জল হোসেন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ মোরাদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সৈয়দ আহমেদ জামশেদ, বিশ্বজাকের মঞ্জিল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল হোসেন, উপজেলা একাডেমি সুপারভাইজার নির্মল চন্দ্র মৃধা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App