×

সারাদেশ

মাধবপুরে যুবলীগ নেতার ৬ মাসের কারাদণ্ড

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২০ ডিসেম্বর ২০২৩, ০৩:৪৪ পিএম

মাধবপুরে যুবলীগ নেতার ৬ মাসের কারাদণ্ড

সেলিম আহমেদ ওরফে আলীম। ছবি: ভোরের কাগজ

হবিগঞ্জের মাধবপুরে সেলিম আহমেদ ওরফে আলীম নামে এক ব্যাক্তিকে ৬ মাসের কারাদণ্ড দিয়েছে আদালত। সোমবার (১৮ ডিসেম্বর) যুবলীগ নেতা হবিগঞ্জ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-২ এ একটি মামলার রায় প্রদান করেন বিচারক আব্দুল আলিম। বিচারক ওই মামলায় মাধবপুর উপজেলার ধর্মঘর ইউনিয়ন যুবলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক সেলিম আহামেদ ওরফে আলিমকে ৬ মাসের কারাদণ্ডের রায় প্রদান করেন এবং তাকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।

মামলার সূত্রে জানা যায়, মাধবপুর উপজেলার ধর্মঘর ইউনিয়নের চকরাজেন্দ্রপুর গ্রামের মৃত আরব আলী ফকিরের ছেলে মো. শাহজাহান মিয়া বাদি হয়ে চকরাজেন্দ্রপুর গ্রামের জামির হোসেনের ছেলে ও ধর্মঘর ইউনিয়ন যুবলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক সেলিম মিয়া ওরফে আলীম সহ ১২ জনের নাম উল্লেখ করে হবিগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলা করেন।

ওই মামলায় দীর্ঘ শুনানি শেষে আদালত সেলিমের বিরুদ্ধে ৬ মাসের কারাদণ্ডের রায় প্রদান করেন। এই সেলিমের বিরুদ্ধে আরো একাধিক মামলা রয়েছে। বাদি পক্ষের আইনজীবী আব্দুল ওয়াহাব ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App