×

সারাদেশ

গঙ্গাচড়ায় পোস্টার ছেঁড়াকে কেন্দ্র করে দুই গ্রুপের মাঝে সংঘর্ষ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২০ ডিসেম্বর ২০২৩, ০২:৫৩ পিএম

গঙ্গাচড়ায় পোস্টার ছেঁড়াকে কেন্দ্র করে দুই গ্রুপের মাঝে সংঘর্ষ

প্রতীকী ছবি

রংপুর-১ আসনের গঙ্গাচড়া উপজেলা সদরে পোস্টার ছেঁড়াকে কেন্দ্র করে দুই গ্রুপের কর্মীদের মাঝে সংঘর্ষের অভিযোগ উঠেছে। এরা হলেন, জাতীয় পার্টির বহিষ্কৃত নেতা ও পার্টির সাবেক মহাসচিব মশিউর রহমান রাঙ্গা ও জাতীয় পার্টির মনোনীত প্রার্থী হোসেন মকবুল শাহরিয়ার আসিফ কর্মী বাহিনী। এ ঘটনায় দুই গ্রুপেই থানায় অভিযোগ করেছেন বলে জানা গেছে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (১৯ ডিসেম্বর) বিকেলে উপজেলা সদরের পুরাতন সোনালি ব্যাংক মোড়ে। গঙ্গাচড়া উপজেলা জাতীয় পার্টির সদস্য সচিব গোলাম ফারুক জানান, মঙ্গলবার বিকেল সাড়ে তিনটার দিকে স্বতন্ত্র প্রার্থী মসিউর রহমান রাঙ্গার কর্মী বাহিনীর প্রায় ৩০জন যুবক গঙ্গাচড়া পুরাতন সোনালি ব্যাংক মোড়ে একটি রশিতে ঝুলানো জাতীয় পার্টির প্রার্থীর লাঙল প্রতীকের পোস্টার প্রকাশ্যে ছিড়ে ফেলে। তখন জাপা সমর্থক মুকুল মিয়া তাদেরকে পোস্টার ছিঁড়তে নিষেধ করে। এতে গোলাম নবী কিবরিয়া (৪৮)সহ প্রায় ৩০ জন যুবক মুকুলকে লাঞ্ছিত করে। এ ঘটনায় আমি (গোলাম ফারুক) গঙ্গাচড়া থানায় একটি এজাহার দিয়েছি। এ বিষয়ে অভিযুক্ত গোলাম নবী কিবরিয়া সাথে কথা হলে তিনি জানান, গত ১৮ ডিসেম্বর মন্থনা বাজারে এমপি রাঙ্গা সাহেবের একটি ক্লাব উদ্বোধন করা হয়। এরই জের ধরে আজকে (মঙ্গলবার) আমি রাঙ্গা সাহেবের বাসা যাওয়ার সময় পুরাতন সোনালি ব্যাংকের মোড়ে আমাকে আটক করে অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং আমাকে এলোপাথাড়ি মার দিয়ে চলে যায়। রাঙ্গা সাহেবকে বিষয়টি জানিয়ে থানায় এজাহার দেই। গঙ্গাচড়া থানার অফিসার ইনচার্জ মাসুমুর রহমান জানান, অভিযোগ পেয়েছি তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App