×

সারাদেশ

পাকিস্তানের জার্সি পরে শহীদ মিনার ভাঙচুর, যুবক আটক

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৮ ডিসেম্বর ২০২৩, ১০:৫১ এএম

পাকিস্তানের জার্সি পরে শহীদ মিনার ভাঙচুর, যুবক আটক

ছবি: সংগৃহীত

চট্টগ্রামের মিরসরাইয়ে পাকিস্তানের জার্সি পরে শহীদ মিনার ভাংচুরের অভিযোগে মো. আব্দুর রহিম প্রকাশ হৃদয় (২২) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। রবিবার (১৭ ডিসেম্বর) বিকেলে উপজেলার ৭ নং কাটাছড়া ইউনিয়নের বামনসুন্দর বাজারে অভিযান চালিয়ে তাকে আটক করে জোরারগঞ্জ থানা পুলিশ। আব্দুর রহিম কাটাছরা ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের বামন সুন্দর এলাকার ইমন আলী বলি বাড়ির অলি উল্ল্যাহ প্রকাশ শাহাব মিয়ার পুত্র। জানা গেছে, শনিবার (১৬ ডিসেম্বর) মহান বিজয় দিবস উপলক্ষে বামন সুন্দর এফএ উচ্চ বিদ্যালয় শহীদ মিনারে বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা ফুল দিয়ে শুভেচ্ছা জানান। দুপুরে যখন কেউ ছিল না তখন আব্দুর রহিম প্রকাশ হৃদয় পাকিস্তানের জার্সি গায়ে দিয়ে এবং পায়ে জুতা পরে শহীদ মিনারে উঠে ফুলগুলো ফেলে দেয় এবং হাতে থাকা একটি কাঠ দিয়ে শহীদ মিনার ভাংচুর করে। আমরা মুক্তিযোদ্ধার সন্তান কাটাছড়া ইউনিয়নের সাধারণ সম্পাদক নাফিজ মোহাম্মদ রুবাইয়াত বলেন, শনিবার বামন সুন্দর এফএ উচ্চ বিদ্যালয় শহীদ মিনারে বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দরা ১৬ ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। দুপুরে সবাই চলে যাওয়ার পর মো. আব্দুর রহিম প্রকাশ হৃদয় (২২) পাকিস্তানের জার্সি গায়ে এবং পায়ে জুতা পরে শহীদ মিনারে উঠে ফুল গুলো ভেঙে ফেলে এবং শহীদ মিনার ভাংচুর করে। এ ঘটনায় আমি বাদি হয়ে হৃদয়কে আসামি করে বিশেষ ক্ষমতা আইনে জোরারগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেছি। জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল হারুন বলেন, শহীদ মিনার ভাংচুরের ঘটনায় মো. আব্দুর রহিম প্রকাশ হৃদয়ের বিরুদ্ধে থানায় বিশেষ ক্ষমতায় আইনে মামলা দায়ের করা হয়েছে। সোমবার সকালে তাকে আদালতে প্রেরণ করা হবে। পুলিশের বিশেষায়িত টিম তাকে জিজ্ঞাসাবাদ করছে। হৃদয় কোনো উগ্র সংগঠনের সঙ্গে জড়িত কিনা তা তদন্ত করা হচ্ছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App