×

সারাদেশ

পুটখালী সীমান্তে ২০ স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৭ ডিসেম্বর ২০২৩, ০৫:৫৪ পিএম

পুটখালী সীমান্তে ২০ স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক

ছবি: সংগৃহীত

যশোরের পুটখালী সীমান্ত থেকে ২ কেজি ৩৬০ গ্রাম ওজনের ২০টি স্বর্ণের বারসহ এক চোরাকারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বিজিবি জানায়, খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি) শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে এই ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ যশোরের পুটখালী সীমান্ত দিয়ে স্বর্ণের একটি চালান বাংলাদেশ থেকে ভারতে পাচার হবে। এই তথ্যের ভিত্তিতে ব্যাটালিয়নের অধিনায়কের দিকনির্দেশনায় পুটখালী বিওপির টহলদল পুটখালী গ্রামের পশ্চিমপাড়া এলাকায় কৌশলগত অবস্থান নেয়। বিজিবি টহলদল বাইসাইকেল যোগে এক ব্যক্তিকে পুটখালী অভিমুখে যেতে দেখে এবং সে টহলদলের নিকটবর্তী হলে তাকে আটক করা হয়। পরবর্তীতে আটককৃত ব্যক্তির দেহ তল্লাশি করে তার কোমরে অভিনব কায়দায় লুকানো এবং কস্টেপ দ্বারা মোড়ানো ২ কেজি ৩৬০ গ্রাম ওজনের ২০টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। জব্দকৃত স্বর্ণের বর্তমান বাজারমূল্য প্রায় ২ কোটি ১২ লাখ ৫২ হাজার টাকা। আটককৃত ব্যক্তির নাম মোঃ আতিয়ার রহমান(৫৫)। তিনি পুটখালী গ্রামের মৃত মহর আলীর ছেলে। অবৈধভাবে ভারতে স্বর্ণ পাচারের অভিযোগে আটককৃত ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়েরের পর তাকে থানায় হস্তান্তর করা হয়েছে। জব্দকৃত স্বর্ণের বারগুলো ট্রেজারি অফিসে জমাকরণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App