×

সারাদেশ

বর্ণিল আয়োজনে পানছড়িতে মহান বিজয় দিবস উদযাপিত

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৬ ডিসেম্বর ২০২৩, ০৪:০৮ পিএম

বর্ণিল আয়োজনে পানছড়িতে মহান বিজয় দিবস উদযাপিত

পানছড়িতে মহান বিজয় দিবসে শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ। ছবি: ভোরের কাগজ

“উন্নত, সমৃদ্ধ, ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত, স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয় হোক মহান বিজয় দিবস-২০২৩ এর অঙ্গীকার ” শ্লোগানে জেলার পানছড়িতে যথাযোগ্য মর্যাদায় নানা কর্মসূচির মধ্য দিয়ে মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে।

শনিবার (১৬ ডিসেম্বর) ভোরে ৩১ বার তোপ ধ্বনির মধ্য দিয়ে মহান বিজয় দিবসের শুভ সূচনা হয়। সকাল ৭ টায় শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করেন উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, থানা পুলিশ, উপজেলা আওয়ামী লীগসহ তার অঙ্গ সংগঠন, উপজেলা বিএনপি, ইউপিডিএফ (গণতান্ত্রিক),জেএসএস ( সংস্কার),সরকারি-বেসরকারি দপ্তর, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানসহ সামাজিক সাংস্কৃতিক সংগঠনের শিক্ষক ও শিক্ষার্থীরা।

পুষ্পস্তবক অর্পণ শেষে জাতীয় পতাকা আনুষ্ঠানিকভাবে উত্তোলন করেন উপজেলা প্যানেল চেয়ারম্যান চন্দ্র দেব চাকমা। পরে বীর মুক্তিযোদ্ধা ও শহিদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা দেওয়া হয়।

উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলার পরিষদের মাঠে থানা পুলিশ, আনসার, বিভিন্ন বিদ্যালয় ও মাদ্রাসার অংশগ্রহণে স্কাউটদল, কাব দল, ডিসপ্লে ও বীর মুক্তিযোদ্ধা ও শহিদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা দেওয়া হয়। গ্রামীণ খেলাধুলাসহ বিবিধ অনুষ্ঠান, ইসলামি ফাউন্ডেশন কর্তৃক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা অনজন দাশের সভাপতিত্বে উপজেলা প্যানেল চেয়ারম্যান চন্দ্র দেব চাকমা প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন। অন্যান্যদের মধ্যে উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মনিতা ত্রিপুরা , সহকারী কমিশনার (ভূমি) আহমেদ হাছান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল মোমিন, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শফিউল আজম, পরিবার পরিকল্পনা বিষয়ক কর্মকর্তা ডাক্তার অনুতোষ চাকমা, প্রকৌশলী আব্দুল খালেক, বন কর্মকর্তা জাহিদ হোসেন, বীর মুক্তিযোদ্ধা বৃন্দ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিজয় কুমার দেব, উপজেলা প্রেস ক্লাবের সভাপতি জয়নাথ দেব সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App