×

সারাদেশ

আশাশুনিতে পিতার লাশবাহী অ্যাম্বুলেন্সে কন্যা সন্তানের জন্ম

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৪ ডিসেম্বর ২০২৩, ০৯:৩৪ পিএম

আশাশুনিতে পিতার লাশবাহী অ্যাম্বুলেন্সে কন্যা সন্তানের জন্ম

ছবি: ভোরের কাগজ

সাতক্ষীরার আশাশুনি উপজেলার প্রতাপনগরে পিতার লাশবাহী অ্যাম্বুলেন্সে কন্যা সন্তানের জন্ম দিলেন মা। ছলছল চোখে বুকফাটা আর্তনাদ, নির্মমতা নিদারুণ আহাজারি আর কান্নায় মূর্ছা যাচ্ছে মৃতের বাবা। পিতার কাঁধে সন্তানের লাশ এ যেন পাহাড় সমান ভারী বোঝা। জানা গেছে, শামসুর রহমান সরদারের ছোট পুত্র ইট ভাটা শ্রমিক আলতাফ হোসেন (৩৪) প্রতি বছরের মত এবারও ঢাকায় ইটের ভাটায় শ্রমিকের কাজে যান। বয় বৃদ্ধ বাবা শামসুর রহমান অন্যের জমিতে শ্রমিকের কাজ করে ছেলে বাবা মিলে অভাবের সংসার চালাতো। বিগত দুই সপ্তাহ পূর্বে আলতাফ হোসেন ইট ভাটায় শ্রমিকের কাজে থাকা অবস্থায় শারীরিক অসুস্থতা অনুভব করে প্রথমে বাড়িতে পরে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন।

কিন্তু আলতাফ হোসেনের শারীরিক অবস্থার কোন উন্নতি হয়নি। তার শরীরে ব্লাড ক্যান্সার ধরা পড়েন এবং আস্তে আস্তে শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। গত মঙ্গলবার (১২ ডিসেম্বর) রাত ৮ টায় সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আলতাফ হোসেন মৃত্যু বরন করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। পরিবার মৃতের লাশ নিয়ে সাতক্ষীরা থেকে ৫৫ কিলোমিটার দূরে গ্রামের বাড়িতে রওনা দিলে পথিমধ্যে বুধহাটা বাজার এলাকায় পৌঁছালে লাশের অ্যাম্বুলেন্সে থাকা গর্ভবতী স্ত্রী রহিমা খাতুনের প্রসব বেদনা শুরু হলে তত মুহূর্তে একটি কন্যা সন্তানের জন্ম হয়।

এক দিকে স্বামীর মৃত্যুতে বুকফাটা কান্না অন্য দিকে সন্তান ভূমিষ্ঠের যন্ত্রণা। এ যেন মহান আল্লাহর লীলা খেলা। অন্য দিকে বাড়িতে থাকা মৃত্যুবরণ কারীর পিতা আলতাফ হোসেনের অসহায় বয় বৃদ্ধ বাবার অশ্রু ঝরা কান্না জেনো আকাশ বাতাস ভারী করে দিয়েছে। আকস্মিক এ মৃত্যুতে পরিবার পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন এলাকাবাসীর মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

বুধবার (১৩ নভেম্বর) জোহর নামাযের পর প্রতাপনগর এ বি এস ফাজিল মাদ্রাসা মাঠে আল আমিন মহিলা আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মাসুম বিল্লাহর ইমামতিতে শতশত মানুষের অশ্রুসিক্ত ভালোবাসায় মরহুমের জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। জানাজা নামাজ পূর্বে বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আবু দাউদ ঢালী, সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মাওলানা আব্দুল মান্নান, জানাজা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App