×

সারাদেশ

নীলফামারীতে রেলের ফিস প্লেটের নাট খুলে রাখে দুর্বৃত্তরা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৪ ডিসেম্বর ২০২৩, ০৯:১২ পিএম

নীলফামারীতে রেলের ফিস প্লেটের নাট খুলে রাখে দুর্বৃত্তরা

ছবি: সংগৃহীত

নীলফামারীর ডোমারে রেলের ফিস প্লেটের নাট খুলে বস্তায় ভরে রাখে দুর্বৃত্তরা। অল্পের জন্য বেঁচে যায় চিলাহাটি থেকে খুলনাগামী সীমান্ত এক্সপ্রেস-এর যাত্রীরা। ঘটনাটি ঘটেছে জেলার ডোমার উপজেলার হিরালাল নামক রেলঘুন্টির পাশের রেলব্রীজে।

স্থানীয়রা জানায়, বুধবার (১৩ ডিসেম্বর) মধ্যরাতে ডোমার উপজেলার হিরালাল নামক রেলঘুন্টির পাশে রেলব্রীজে রেল লাইনের ফিস প্লেটের নাট খুলে বস্তায় ভরে রাখে দুর্বৃত্তরা। বিষয়টি স্থানীয়রা জানতে পেরে দ্রুত রেল স্টেশনের সংশ্লিষ্টদেরসহ ডোমার থানাকে অবগত করলে, চিলাহাটি থেকে ছেড়ে আসা খুলনাগামী (৭৪৮) ট্রেনটিকে মাঝপথে থামিয়ে দেয়া হয়। ফলে অল্পের জন্য রক্ষা পায় এ ট্রেনের যাত্রীরা।

এ বিষয়ে জানতে চাইলে, ডোমর থানার অফিসার ইনচার্জ আবু সাঈদ চৌধুরী ভোরের কাগজকে বলেন, “খবর পেয়ে আমি দ্রুত ডোমার উপজেলা নির্বাহী অফিসার মহোদয়সহ ঘটনাস্থলে যাই। এ বিষয়ে কেউ কোন অভিযোগ করেনি। তবে, আইনি প্রক্রিয়া ও জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলমান রয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App