×

সারাদেশ

অবৈধ মজুদের বিরুদ্ধে প্রয়োজনে সাঁড়াশি অভিযান

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১০ ডিসেম্বর ২০২৩, ০৭:২৭ পিএম

অবৈধ মজুদের বিরুদ্ধে প্রয়োজনে সাঁড়াশি অভিযান

ছবি: সংগৃহীত

অবৈধ মজুদের বিরুদ্ধে প্রয়োজনে সাঁড়াশি অভিযান

চট্টগ্রাম সার্কিট হাউসে জেলা আইন শৃঙ্খলা কমিটির বৈঠক। ছবি: ভোরের কাগজ

চট্টগ্রামে দ্রব্যমূল্যের উর্ধ্বগতি ও গুদামজাতকরণ ঠেকাতে প্রয়োজনে সাড়াশি অভিযান পরিচালনা করা হবে বলে হুশিয়ার করে দিয়েছেন চট্টগ্রামের জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান। চট্টগ্রাম সার্কিট হাউসের সম্মেলন কক্ষে রবিবার (১০ ডিসেম্বর) জেলা আইন শৃঙ্খলা কমিটির সভায় বিভিন্ন সংস্থার প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময়কালে জেলা প্রশাসক এ মন্তব্য করেন।

সভায় জেলা প্রশাসক বলেন, নিত্যপ্রয়োজনীয় ভোগ্যপণ্যের দাম অস্বাভাবিকভাবে বৃদ্ধি পাওয়ায় তা রোধকল্পে তাৎক্ষণিক জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে চট্টগ্রাম এসব পণ্যের পাইকারী বাজার খাতুনগঞ্জ এবং পাহাড়তলী বাজারে অভিযান পরিচালনা করার ব্যবস্থা করা হচ্ছে। তাছাড়া উপজেলাগুলোতে সকল উপজেলা নির্বাহী অফিসারকে এ বিষয়ে তাৎক্ষণিক ব্যবস্থা নিতে নির্দেশ প্রদান করা হয়। সকল উপজেলাতে ইউএনও কর্তৃক সঙ্গে সঙ্গে সংশ্লিষ্ট বাজারগুলোতে অভিযান পরিচালনা করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়। সভায় উপস্থিত জনপ্রতিনিধি ও চেম্বার অব কমার্সের প্রতিনিধিসহ সকলের মতামতের ভিত্তিতে সকল আমদানীকারকদের নিয়ে জরুরীভিত্তিতে ১টি সভা আহবান করে কার্যকর ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

তিনি আরও বলেন, দ্রব্যমূল্যের উর্ধ্বগতি রোধে গণবিজ্ঞপ্তি প্রকাশের মাধ্যমে ব্যবস্থা গ্রহণের ব্যবস্থা নিয়ে হঠাত পেঁয়াজ-আলুসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধ্বগতি রোধকল্পে ব্যবসায়ীমহল কর্তৃক রক্ষিত স্ব-স্ব গুদাম বা গোডাউনের হালনাগাদ তথ্য প্রদানের জন্য একটি ‘গণবিজ্ঞপ্তি’ প্রচারের ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এ বিষয়ে ব্যবস্থা নিতে বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এবং উপজেলা নির্বাহী অফিসারদেরকে নির্দেশনা দেয়া হয়েছে। গণবিজ্ঞপ্তি প্রচারের পর সুনির্দিষ্ট গোডাউন বা গুদাম ব্যতীত অন্য কোন জায়গায় এসব পণ্যের গুদামজাত করার তথ্য পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে জেলসহ শাস্তির আওতায় আনার ব্যবস্থা গ্রহণ করা হবে মর্মে হুশিয়ারি উচ্চারণ করা হয়।

এ ছাড়া জেলা প্রশাসক ভোক্তা সাধারণকে এসব পণ্য ১-২ কেজির অধিক ক্রয় করে সংকট সৃষ্টি না করার জন্যও অনুরোধ করেন।

সভায় চট্টগ্রামে বিজিবির সংশ্লিষ্ট কমান্ডিং অফিসার বলেন, ব্যবসায়ী মহল হতে গুদামের প্রাপ্ত তালিকার বাইরে অন্য কোন স্থানে গুদামজাত করছে কিনা সেটা তাদের গোয়েন্দা নজরদারির মাধ্যমে তদারকি করবেন মর্মে সভায় জানিয়েছেন। চট্টগ্রাম জেলা পুলিশ সুপার ব্যবসায়ীদেরকে সাথে নিয়ে প্রেস ব্রিফিং করে কৃত্রিম সংকট সৃষ্টিকারীদের চিহ্নিত করার প্রস্তাব দেন। পাশাপাশি অবৈধ অস্ত্র উদ্ধারসহ চিহ্নিত সন্ত্রাসী, মাদক ব্যবসায়ীসহ আইন শৃঙ্খলা বিনষ্টকারিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহনের জন্যও সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানানো হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App